বাড়িতেই বানিয়ে ফেললেন Electric Car, মাত্র ৫ টাকায় যাওয়া যাবে ৬০ কিলোমিটার

Last Updated:

২০১৮ থেকে ইলেকট্রিক গাড়ি তৈরি করার জন্য সমস্ত জিনিস পত্র জোগার করতে শুরু করেন অ্যান্টনি ৷

Photo Courtesy: Village Vartha
Photo Courtesy: Village Vartha
#তিরুঅন্ততপুরম: পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা  ৷ প্রতিদিনই অল্প অল্প করে দাম বেড়েই চলছে তেলের দাম ৷ জ্বালানির ছ্যাঁকা থেকে নিজেকে বাঁচাতে এবার কেরলের ৬৭ বছরের এক  প্রবীণ ব্যক্তি এমন একটি ইলেকট্রিক গাড়ি নির্মাণ করেছেন যার মাধ্যমে মাত্র ৫ টাকায় ৬০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করা যাবে ৷
কেরলের কোল্লম জেলার বাসিন্দা অ্যান্টনি জন এই আশ্চর্য বিষয়টি করে দেখিয়েছেন ৷ নিজের বাড়িতেই বানিয়ে ফেলেছেন ইলেকট্রিক কার ৷ এই গাড়িটি তৈরি করতে খরচা হয়েছে ৪.৫ লক্ষ টাকা ৷ গাড়িতে দু’জন ব্যক্তির বসার জায়গা রয়েছে ৷ গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে মাত্র ৫ টাকায় ৬০ কিলোমিটার যাত্রা করা যাবে ৷
advertisement
advertisement
মলায়ালম ভাষার একটি ইউটিউব চ্যানেল Village Vartha অ্যান্টনি জনের তৈরি এই গাড়ির স্টোরি শেয়ার করেছেন ৷ অ্যান্টনি জনকে প্রতিদিন অফিস যাতায়াতের জন্য প্রতিদিন ৬০ কিলোমিটার যাত্রা করতে হয় ৷ অফিসে যাতায়াতের জন্য ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে থাকেন তিনি ৷ কিন্তু খারাপ আবহাওয়া যেমন প্রচন্ড গরম বা বৃষ্টিতে স্কুটারে যাতায়াত করতে বেশ সমস্যায় পড়তে হত ৷
advertisement
এই সমস্যাগুলি থেতে রেহাই পেতে অ্যান্টনি জন এই গাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন ৷ ২০১৮ থেকে ইলেকট্রিক গাড়ি তৈরি করার জন্য সমস্ত জিনিস পত্র জোগার করতে শুরু করেন অ্যান্টনি ৷ এই কাজের জন্য একটি গ্যারেজের সঙ্গে যোগাযোগ করেন ৷ গ্যারেজের মেকানিকদের সঙ্গে মিলে উনি এই ইলেকট্রিক কার ডিজাইন করে সেটা তৈরি করতে শুরু করে দেন ৷
advertisement
কয়েক বছরের পরিশ্রমের পর অবশেষে অ্যান্টনি সফল হয়েছেন ৷ অন্যান্য গাড়ির মতো এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে স্টিয়ারিং, ব্রেক, ক্লাচ, অ্যাক্সেলেটার, হেডলাইটস ও ইন্ডিকেটারের মতো ফিচার্স ৷ ড্রাইভিং সিটের পিছনে দু’জন বসার জায়গা রয়েছে ৷ গাড়ির অধিকতম স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ এই গাড়ির ব্যাটারির রেঞ্জ ৬০ কিলোমিটার ৷ বাড়িতেই গাড়ি চার্জ করা যেতে পারে এবং পুরো চার্জ করতে বেশি সময় লাগবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতেই বানিয়ে ফেললেন Electric Car, মাত্র ৫ টাকায় যাওয়া যাবে ৬০ কিলোমিটার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement