বাড়িতেই বানিয়ে ফেললেন Electric Car, মাত্র ৫ টাকায় যাওয়া যাবে ৬০ কিলোমিটার

Last Updated:

২০১৮ থেকে ইলেকট্রিক গাড়ি তৈরি করার জন্য সমস্ত জিনিস পত্র জোগার করতে শুরু করেন অ্যান্টনি ৷

Photo Courtesy: Village Vartha
Photo Courtesy: Village Vartha
#তিরুঅন্ততপুরম: পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা  ৷ প্রতিদিনই অল্প অল্প করে দাম বেড়েই চলছে তেলের দাম ৷ জ্বালানির ছ্যাঁকা থেকে নিজেকে বাঁচাতে এবার কেরলের ৬৭ বছরের এক  প্রবীণ ব্যক্তি এমন একটি ইলেকট্রিক গাড়ি নির্মাণ করেছেন যার মাধ্যমে মাত্র ৫ টাকায় ৬০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করা যাবে ৷
কেরলের কোল্লম জেলার বাসিন্দা অ্যান্টনি জন এই আশ্চর্য বিষয়টি করে দেখিয়েছেন ৷ নিজের বাড়িতেই বানিয়ে ফেলেছেন ইলেকট্রিক কার ৷ এই গাড়িটি তৈরি করতে খরচা হয়েছে ৪.৫ লক্ষ টাকা ৷ গাড়িতে দু’জন ব্যক্তির বসার জায়গা রয়েছে ৷ গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে মাত্র ৫ টাকায় ৬০ কিলোমিটার যাত্রা করা যাবে ৷
advertisement
advertisement
মলায়ালম ভাষার একটি ইউটিউব চ্যানেল Village Vartha অ্যান্টনি জনের তৈরি এই গাড়ির স্টোরি শেয়ার করেছেন ৷ অ্যান্টনি জনকে প্রতিদিন অফিস যাতায়াতের জন্য প্রতিদিন ৬০ কিলোমিটার যাত্রা করতে হয় ৷ অফিসে যাতায়াতের জন্য ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে থাকেন তিনি ৷ কিন্তু খারাপ আবহাওয়া যেমন প্রচন্ড গরম বা বৃষ্টিতে স্কুটারে যাতায়াত করতে বেশ সমস্যায় পড়তে হত ৷
advertisement
এই সমস্যাগুলি থেতে রেহাই পেতে অ্যান্টনি জন এই গাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন ৷ ২০১৮ থেকে ইলেকট্রিক গাড়ি তৈরি করার জন্য সমস্ত জিনিস পত্র জোগার করতে শুরু করেন অ্যান্টনি ৷ এই কাজের জন্য একটি গ্যারেজের সঙ্গে যোগাযোগ করেন ৷ গ্যারেজের মেকানিকদের সঙ্গে মিলে উনি এই ইলেকট্রিক কার ডিজাইন করে সেটা তৈরি করতে শুরু করে দেন ৷
advertisement
কয়েক বছরের পরিশ্রমের পর অবশেষে অ্যান্টনি সফল হয়েছেন ৷ অন্যান্য গাড়ির মতো এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে স্টিয়ারিং, ব্রেক, ক্লাচ, অ্যাক্সেলেটার, হেডলাইটস ও ইন্ডিকেটারের মতো ফিচার্স ৷ ড্রাইভিং সিটের পিছনে দু’জন বসার জায়গা রয়েছে ৷ গাড়ির অধিকতম স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ এই গাড়ির ব্যাটারির রেঞ্জ ৬০ কিলোমিটার ৷ বাড়িতেই গাড়ি চার্জ করা যেতে পারে এবং পুরো চার্জ করতে বেশি সময় লাগবে না ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতেই বানিয়ে ফেললেন Electric Car, মাত্র ৫ টাকায় যাওয়া যাবে ৬০ কিলোমিটার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement