CNG-র দাম বৃদ্ধির জেরে ৫০ শতাংশ বাড়তে চলেছে অটো ও ট্যাক্সির ভাড়া ?

Last Updated:

CNG Price Hike: গত ৫ সপ্তাহে সিএনজি-র দাম প্রায় আটবার বাড়ানো হয়েছে ৷ ২০২২-এ এখনও পর্যন্ত সিএনজি ১৪ টাকার বেশি বেড়েছে প্রতি কিলোগ্রামে ৷

#নয়াদিল্লি: পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, সবজি-ফল, ডাল, গাড়ি-সহ একাধিক জিনিসের দাম বৃদ্ধির পর এবার সময় এসেছে ট্যাক্সি-অটোর ভাড়া বৃদ্ধির ৷ দিল্লি-এনসিআর-এ সিএনজি (CNG)-র দাম বাড়তে থাকায় এবার অটো ও ট্যাক্সি চালকরা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির বিষয়ে অলোচনা করছে ৷
গত ৫ সপ্তাহে সিএনজি-র দাম প্রায় আটবার বাড়ানো হয়েছে ৷ ২০২২-এ এখনও পর্যন্ত সিএনজি ১৪ টাকার বেশি বেড়েছে প্রতি কিলোগ্রামে ৷ এর জেরে অটো ও ট্যাক্সি চালকদের জন্য পুরনো ভাড়ায় গাড়ি চালানো মুশকিল হয়ে উঠছে ৷ দিল্লিতে সিএনজি-র দাম প্রতি কিলোতে ৬৯.১১ টাকা হয়েছে ৷ অন্যদিকে, গুরুগ্রামে ১ কিলোগ্রাম সিএনজি ৭৭.৪৪ টাকায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
গুরুগ্রামের এক অটোচালক জানিয়েছেন, IFFCO চক থেকে উদ্যোগ বিহার পর্যন্ত ৬ কিলোমিটার, যা যেতে আগে ১০০ টাকা খরচ হত। সিএনজি দাম বৃদ্ধির জেরে এবার ভাড়া ৫০ শতাংশ বাড়িয়ে ১৫০ টাকা করা হবে ৷ দিল্লিতে সরকারের অনুমতি ছাড়া অটোচালকরা ভাড়া বৃদ্ধি করতে পারেন না এবং মিটারের মাধ্যমেই যাত্রীদের থেকে ভাড়া নিতে হবে ৷ সে ক্ষেত্রে এখানে ভাড়া বৃদ্ধি করতে বেশ কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু যে সমস্ত শহরে সরকারের অনুমতি লাগে সেখানে খুব শীঘ্রই দাম বেড়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
অটো চালকরা অ্যাপ বা অনলাইন বুকিং বাতিল করা শুরু করে দিয়েছে ৷ একজন অটো চালক জানিয়েছেন, অ্যাপ বুকিংয়ের মাধ্যমে ৬ কিলোমিটারের বুকিংয়ে ৭০-৮০ টাকা ভাড়া পাওয়া যায় ৷ ১০০ থেকে ১৫০ টাকা না নিলে অটো চালকদের বিপুল লোকসানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ এর জেরেই তাঁরা অনলাইন বুকিং ক্যানসেল করে নিজেরা যাত্রীর খোঁজার কাজ শুরু করে দিয়েছেন ৷
advertisement
সিএনজি-র দাম কমানোর দাবিতে ধর্মঘট করতে চলেছেন অটো চালকরা -
অটো চালকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন সিএনজি-র দাম বাড়ার জেরে অটো ভাড়াও রিভাইজ করতে হবে ৷ সরকার এই পদক্ষেপ না নিলে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে অটো চালকদের ৷ হরিয়ানায় অটো চালকরা ১২ এপ্রিল সিএনজি-র দাম কমানোর দাবিতে ধর্মঘট করতে চলেছে ৷ তাঁদের দাবি সরকারকে সিএনজি-র দাম প্রতি কিলোতে ৫০ টাকা নীচে রাখা উচিত ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
CNG-র দাম বৃদ্ধির জেরে ৫০ শতাংশ বাড়তে চলেছে অটো ও ট্যাক্সির ভাড়া ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement