CNG-র দাম বৃদ্ধির জেরে ৫০ শতাংশ বাড়তে চলেছে অটো ও ট্যাক্সির ভাড়া ?

Last Updated:

CNG Price Hike: গত ৫ সপ্তাহে সিএনজি-র দাম প্রায় আটবার বাড়ানো হয়েছে ৷ ২০২২-এ এখনও পর্যন্ত সিএনজি ১৪ টাকার বেশি বেড়েছে প্রতি কিলোগ্রামে ৷

#নয়াদিল্লি: পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, সবজি-ফল, ডাল, গাড়ি-সহ একাধিক জিনিসের দাম বৃদ্ধির পর এবার সময় এসেছে ট্যাক্সি-অটোর ভাড়া বৃদ্ধির ৷ দিল্লি-এনসিআর-এ সিএনজি (CNG)-র দাম বাড়তে থাকায় এবার অটো ও ট্যাক্সি চালকরা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির বিষয়ে অলোচনা করছে ৷
গত ৫ সপ্তাহে সিএনজি-র দাম প্রায় আটবার বাড়ানো হয়েছে ৷ ২০২২-এ এখনও পর্যন্ত সিএনজি ১৪ টাকার বেশি বেড়েছে প্রতি কিলোগ্রামে ৷ এর জেরে অটো ও ট্যাক্সি চালকদের জন্য পুরনো ভাড়ায় গাড়ি চালানো মুশকিল হয়ে উঠছে ৷ দিল্লিতে সিএনজি-র দাম প্রতি কিলোতে ৬৯.১১ টাকা হয়েছে ৷ অন্যদিকে, গুরুগ্রামে ১ কিলোগ্রাম সিএনজি ৭৭.৪৪ টাকায় পাওয়া যাচ্ছে ৷
advertisement
advertisement
গুরুগ্রামের এক অটোচালক জানিয়েছেন, IFFCO চক থেকে উদ্যোগ বিহার পর্যন্ত ৬ কিলোমিটার, যা যেতে আগে ১০০ টাকা খরচ হত। সিএনজি দাম বৃদ্ধির জেরে এবার ভাড়া ৫০ শতাংশ বাড়িয়ে ১৫০ টাকা করা হবে ৷ দিল্লিতে সরকারের অনুমতি ছাড়া অটোচালকরা ভাড়া বৃদ্ধি করতে পারেন না এবং মিটারের মাধ্যমেই যাত্রীদের থেকে ভাড়া নিতে হবে ৷ সে ক্ষেত্রে এখানে ভাড়া বৃদ্ধি করতে বেশ কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু যে সমস্ত শহরে সরকারের অনুমতি লাগে সেখানে খুব শীঘ্রই দাম বেড়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷
advertisement
অটো চালকরা অ্যাপ বা অনলাইন বুকিং বাতিল করা শুরু করে দিয়েছে ৷ একজন অটো চালক জানিয়েছেন, অ্যাপ বুকিংয়ের মাধ্যমে ৬ কিলোমিটারের বুকিংয়ে ৭০-৮০ টাকা ভাড়া পাওয়া যায় ৷ ১০০ থেকে ১৫০ টাকা না নিলে অটো চালকদের বিপুল লোকসানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ এর জেরেই তাঁরা অনলাইন বুকিং ক্যানসেল করে নিজেরা যাত্রীর খোঁজার কাজ শুরু করে দিয়েছেন ৷
advertisement
সিএনজি-র দাম কমানোর দাবিতে ধর্মঘট করতে চলেছেন অটো চালকরা -
অটো চালকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন সিএনজি-র দাম বাড়ার জেরে অটো ভাড়াও রিভাইজ করতে হবে ৷ সরকার এই পদক্ষেপ না নিলে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে অটো চালকদের ৷ হরিয়ানায় অটো চালকরা ১২ এপ্রিল সিএনজি-র দাম কমানোর দাবিতে ধর্মঘট করতে চলেছে ৷ তাঁদের দাবি সরকারকে সিএনজি-র দাম প্রতি কিলোতে ৫০ টাকা নীচে রাখা উচিত ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
CNG-র দাম বৃদ্ধির জেরে ৫০ শতাংশ বাড়তে চলেছে অটো ও ট্যাক্সির ভাড়া ?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement