দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি

Last Updated:

দীপাবলি উপলক্ষে শিরডি সাইবাবা সংস্থান ট্রাস্টে দেড় কোটি টাকা দানও করেন অনন্ত আম্বানি।

দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি
দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি
মুম্বই: যে কোনও ধর্মেই উৎসব এক বিশেষ দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সূত্রটি হল দানকর্মের। কোনও পবিত্র অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয় না, যতক্ষণ না তা দানকর্মের মাধ্যমে সম্পূর্ণ হয়। যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অতি সুলভে দেশকে দান করে চলেছে নিনরন্তর নানা পরিষেবা, এবার তারই দানকর্মের এক মহত্তর রূপ প্রকাশ্যে এল দীপাবলির পূণ্য লগ্নে।
জানা গিয়েছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি সোমবার শিরডি সাই মন্দিরে গিয়েছিলেন, সেখানে তিনি বিকেলের আরতিতে অংশ নেন। দীপাবলি উপলক্ষে শিরডি সাইবাবা সংস্থান ট্রাস্টে দেড় কোটি টাকা দানও করেন অনন্ত আম্বানি।
এই বছরের অগাস্ট মাসে ঘোষণা করা হয়েছিল যে রিলায়েন্সের নতুন বিদ্যুৎ ব্যবসার দায়িত্ব নেবেন অনন্ত আম্বানি। অগাস্টে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক মিটিংয়ে মুকেশ আম্বানি বলেছিলেন যে ২৬ বছর বয়সী অনন্ত সৌর, ব্যাটারি এবং হাইড্রোজেন বিনিয়োগের সঙ্গে নতুন বিদ্যুৎ ব্যবসায় প্রবেশ করেছেন।
advertisement
advertisement
তবে দানকর্মের দিক থেকে আম্বানি পরিবারের অন্য সদস্যরাও পিছিয়ে নেই। অনন্ত আম্বানির ভাই রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি, ২১ অক্টোবর রাজস্থানের রাজসামন্দের নাথদ্বার শহরে বিখ্যাত শ্রীনাথজি মন্দিরে গিয়েছিলেন, যেখানে তিনি জিও ৫জি পরিষেবা চালু করার ঘোষণা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ, ১৪ অক্টোবর, খোদ মুকেশ আম্বানি বদ্রীনাথে দর্শনের জন্য যান এবং বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের উন্নয়নের জন্য ৫ কোটি টাকা দান করেন। সেপ্টেম্বরের শুরুতেও, মুকেশ আম্বানি কেরলের বিখ্যাত গুরুবায়ুর মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন এবং তার 'অন্নদানম' তহবিলে ১.৫১ কোটি টাকা দান করেছিলেন। সেখানে মুকেশ আম্বানির সঙ্গে ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদত্তাও ছিলেন।
advertisement
এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রির টেলিকম ইউনিট শনিবার রাজস্থানের নাথদ্বারাতে ৫জি নেটওয়ার্কের উপর ভিত্তি করে ওয়াই-ফাই পরিষেবা চালু করেছে। রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি নাথদ্বারায় এই পরিষেবা চালু করেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দানের আলো! শিরডি মন্দিরে আরতি, সাই ট্রাস্টে দেড় কোটি টাকাও দিলেন অনন্ত আম্বানি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement