হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
Amazon-এর রয়েছে এই ‘সিক্রেট’ ওয়েবসাইট, যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস মিলবে !

Amazon-এর রয়েছে এই ‘সিক্রেট’ ওয়েবসাইট, যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস পাওয়া যায় !

File Photo

File Photo

অ্যামাজনের একটি ‘গোপন’ ওয়েবসাইট (Amazon secret website) রয়েছে ৷ যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস পাওয়া যায় ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: ই-কমার্স সংস্থা অ্যামাজনের নাম কারোরই অজানা নয় ৷ আমরা অনলাইনে শপিংয়ের জন্য মাঝেমধ্যেই অ্যামাজনের ওয়েবসাইট চেক করে থাকি ৷ কিন্তু একটা বিষয় কি আমরা জানি ? যে অ্যামাজনের একটি ‘গোপন’ ওয়েবসাইট (Amazon secret website) রয়েছে ৷ যেখানে অর্ধেকেরও কম দামে জিনিস পাওয়া যায় ৷ এখানে ৭ হাজার টাকা দামের জিনিস পাওয়া যায় মাত্র ২ হাজার টাকায় ৷

এই সিক্রেট ওয়েবসাইট কী ?

লকডাউনের সময় যখন অনেক দোকানপাট বন্ধ ছিল ৷ তখন অধিকাংশ মানুষ জিনিস কেনাকাটার জন্য অ্যামাজনকেই বেছে নিয়েছিলেন ৷ এখানে এমনিতে প্রডাক্টের উপর অফার চলতেই থাকে ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে আপনি আরও কম দামে ফিরিয়ে দেওয়া আইটেমগুলি কিনতে পারেন ৷ বাক্স খোলা হয়ে গেলে, সেগুলি অনেক কম দামেই বিক্রি করা হয়ে থাকে ৷

প্রায় ৭-৮ হাজার টাকা কম দামে জিনিস পাওয়া যাবে

মার্টিন লুইসের ওয়েবসাইট moneysavirngexpert.com অনুযায়ী, একজন গ্রাহক জানিয়েছিলেন, ‘‘ একবার আমি একটি প্রেশার ওয়াশার কেনার জন্য অ্যামাজন ওয়েবসাইটে লগ ইন করেছিলাম ৷ একটি বিশেষ মডেলের উপরেই আমার নজর ছিল ৷ অন্যান্য অনেক ওয়েবসাইটে ওই জিনিসটার দাম যেখানে ২০ হাজার টাকার বেশি ছিল, সেখানে একই জিনিস আমি অ্যামাজন ওয়্যারহাউজে ১৩ হাজার টাকায় পেয়েছিলাম ৷ এই ডিল আমার দারুণ পছন্দ হয়েছিল ৷ তারপর থেকেই আমি এখান থেকে কেনাকাটা শুরু করি ৷’’

কীভাবে কিনবেন আপনি জিনিসপত্র ?

যারা অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইট ব্যবহার করেন, তারাও অ্যামাজনের মতো কাস্টমার কেয়ারের সুবিধা পাবেন ৷ পাবেন অ্যামাজনের রিটার্ন পলিসির সুবিধাও ৷ অর্থাৎ আপনি যদি ডেলিভারিতে সন্তুষ্ট না হন, তাহলে ফেরত দিতে পারবেন ৷ ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করতে পারেন ৷

৪০ হাজারের বেশি জিনিসপত্র রয়েছে

রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন ওয়্যারহাউজের (Amazon Warehouse) স্টকে রয়েছে ৪০ হাজারের বেশি আইটেম ৷ যেগুলি আপনি অর্ধেকেরও কম দামে কিনতে পারবেন ৷ এখানে গ্রাহকদের জন্য অনেক বিকল্প রয়েছে ৷ ৩৪টি বিভাগ রয়েছে ৷ রয়েছে কম্পিউটার ও সহায়ক অ্যাকসেসারিজ, ঘরের জিনিস, খেলনা, ভিডিও গেম, ইলেকট্রনিক্স জিনিস এবং আরও অনেক কিছু ৷

অ্যামাজনের ওয়্যারহাউজের লিঙ্ক দেওয়া হল ৷ অনেক কম দামে জিনিস মিলবে এখানে- https://www.amazon.com/Warehouse-Deals/b/?ie=UTF8&node=10158976011&ref_=sv_gb_4
Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Amazon