Akasa Air: বিমানচালকদের পদত্যাগের জের, সঙ্কটের মেঘ যেন কাটতেই চাইছে না; এরই মাঝে সুখবর পেল আকাসা এয়ার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Akasa Air get clearance to fly Internationally: স্বল্প সময়ের মধ্যে মোট ৪৩ জন পাইলট পদত্যাগ করেছেন। যার ফলে ওই বিমান সংস্থা আংশিক ভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতা: অশান্তি যেন পিছু ছাড়ছে না বিমান সংস্থা আকাসা এয়ার-এর। স্বল্প সময়ের মধ্যে মোট ৪৩ জন পাইলট পদত্যাগ করেছেন। যার ফলে ওই বিমান সংস্থা আংশিক ভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, আকাসা এয়ার বিমান সংস্থাকে প্রায় সাতশোরও বেশি উড়ান বাতিল করতে হতে পারে।
সম্ভাব্য সব রকম স্বল্পমেয়াদি চ্যালেঞ্জ সত্ত্বেও এই বিমান সংস্থা চলতি সপ্তাহে এক দুর্দান্ত খবর পেতে চলেছে। দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আকাসা এয়ারকে ইন্টারন্যাশনাল শিডিউলড অপারেটর-এর তকমা দিয়েছে। এর অর্থ হচ্ছে, এই বিমান সংস্থা খুব শীঘ্রই আন্তর্জাতিক পরিষেবা শুরু করতে পারবে।
আকাসা এয়ারের সমস্যা:
advertisement
বিমান সংস্থার মোট ৪৩ জন বিমান চালক পদত্যাগ করেছেন। এমনকী কোনও রকম বাধ্যতামূলক নোটিস পিরিয়ড সার্ভ না করেই তাঁরা চাকরি ছেড়েছেন। এই কারণে আকাসা এয়ারের ম্যানেজমেন্ট দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সংস্থার বক্তব্য অনুযায়ী, তারা বর্তমানে সঙ্কটের মুখে রয়েছে। যার ফলস্বরূপ সেপ্টেম্বর মাসে প্রতিদিন প্রায় ২৪টি করে উড়ান বাতিল করা হয়েছে। যদিও নতুন এই বিমান সংস্থার ডিপার্চার নিয়ে ম্যানেজমেন্টের আলাদাই সমস্যা, তবে তারা অপ্রত্যাশিত পরিস্থিতি এবং আকস্মিক ব্যবস্থাপনার কৌশল নিয়ে একেবারে প্রস্তুত।
advertisement
এই বিমান সংস্থায় চাকরি ছাড়ার আগে ভারতের বিমানচালকদের মধ্যে ফার্স্ট অফিসারদের জন্য ৬ মাসের আর ক্যাপ্টেনদের জন্য ১ বছরের নোটিস পিরিয়ড সার্ভ করা বাধ্যতামূলক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আকাসা এয়ারের বিমানচালকরা প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থায় যোগ দিয়েছেন। ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের মাধ্যমে আকাসা এয়ার বাধ্যতামূলক নোটিস পিরিয়ড সংক্রান্ত নিয়ম বলবৎ করেছে। আর একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বাধ্যতামূলক নোটিস পিরিয়ড মানতে না পারার জন্য ওই বিমানচালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এমনকী, বাতিল উড়ানের জেরে যে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, তা পূরণ করার নির্দেশ দেওয়া হতে পারে ওই বিমানচালকদের।
advertisement
পদত্যাগ করা বিমানচালকদের কঠোর নিন্দা করেছে আকাসা এয়ার। তারা জানিয়েছে যে, ওই বিমানচালকরা বেআইনি, অনৈতিক এবং স্বার্থপর কাজ করেছেন। যার জেরে অগাস্টে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এমনকী শেষ মুহূর্তে এসেও বহু উড়ান বাতিল করতে হয়েছিল। আটকে পড়েছিলেন হাজার হাজার যাত্রী। ফলে বেজায় অসুবিধার মুখে পড়েছেন তাঁরা।
advertisement
Here’s taking a moment to appreciate all the incredible engineers and their unwavering commitment that keeps us flying high and safe.#HappyEngineersDay #ItsYourSky #AkasaAir pic.twitter.com/lUWrMvXCSV
— Akasa Air (@AkasaAir) September 15, 2023
আন্তর্জাতিক পরিষেবা:
কর্মী সংক্রান্ত সমস্যা সত্ত্বেও আকাসা এয়ার বিমান সংস্থাটি ভারতের অসামরিক পরিবহণ মন্ত্রকের থেকে ইন্টারন্যাশনাল শিডিউলড অপারেটর-এর তকমা লাভ করেছে। এই মাইল ফলকের কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক উড়ান চালু করতে পারবে আকাসা এয়ার। সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও বিনয় দুবে জানান যে, ‘‘এই নতুন তকমার কারণে আমরা আন্তর্জাতিক পরিষেবা শুরু করার ক্ষেত্রে আমাদের যে স্বপ্ন, তা পূরণের পথে আরও এক ধাপ এগোলাম। চলতি বছরের শেষেই তা চালু করা যাবে। ফলে খুব শীঘ্রই আন্তর্জাতিক গন্তব্যের নাম প্রকাশ্যে আনতে পারব আমরা। আমরা মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার দেশগুলিতেই প্রথম এই পরিষেবা চালু করব।’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 11:24 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Akasa Air: বিমানচালকদের পদত্যাগের জের, সঙ্কটের মেঘ যেন কাটতেই চাইছে না; এরই মাঝে সুখবর পেল আকাসা এয়ার