Air India-International Flights: প্রতীক্ষার অবসান ! ১৫ নভেম্বর থেকে ফের চালু হচ্ছে দিল্লি-সিডনি ফ্লাইট পরিষেবা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Air India-Delhi-Sydney Non-Stop Flights: বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ আগামী ১৫ নভেম্বর থেকে দিল্লি-সিডনি নন-স্টপ ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে এয়ার ইন্ডিয়ার ৷
নয়াদিল্লি: দু’বছর আগে পর্যন্তও ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম ৷ ভারত থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রতিদিন বিমান চলত ৷ কিন্তু করোনা অতিমারিতে বদলে গিয়েছে সব কিছুই ৷ কেন্দ্রীয় সরকারের বন্দে ভারত মিশনের আওতায় এবার দিল্লি থেকে অস্ট্রেলিয়ার বিমান চলাচল শুরু হতে চলেছে ৷ যার বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ আগামী ১৫ নভেম্বর থেকে দিল্লি-সিডনি নন-স্টপ ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে এয়ার ইন্ডিয়ার (Air India Announces Non-stop Flights Between Delhi, Sydney From Nov 15) ৷

advertisement
দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমান রওনা হব দুপুর ১টা ১৫ মিনিট ৷ পৌঁছবে সিডনির স্থানীয় সময় পরের দিন সকাল ৭টা ১০ মিনিটে ৷ অপরদিকে সিডনি থেকে বিমান রওনা হবে সকাল ১০টা ১৫ মিনিটে ৷ দিল্লি পৌঁছনোর কথা ভারতীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে ৷
advertisement
দিল্লি-সিডনি-দিল্লি রুটে বন্দে ভারত মিশনের আওতায় এয়ার ইন্ডিয়া বিমান চালাবে সপ্তাহে তিন বার ৷ বুধবার থেকেই শুরু হয়েছে এর টিকিট বুকিং ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব যাত্রীরা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন ৷ তাদের জন্য এবার বন্দে ভারত মিশনের আওতায় দিল্লি-সিডনি সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হল ৷
advertisement
পাশাপাশি অস্ট্রেলিয়ায় কোভ্যাক্সিন-কেও স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ যার ফলে ভারতীয়দের ক্যাঙারুদের দেশে যাত্রা করতে আর সমস্যা থাকার কথা নয় ৷ ২০ মাস বন্ধ থাকার পর অবশেষে সে দেশের বর্ডার খুলে দেওয়া হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2021 2:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India-International Flights: প্রতীক্ষার অবসান ! ১৫ নভেম্বর থেকে ফের চালু হচ্ছে দিল্লি-সিডনি ফ্লাইট পরিষেবা