Air India-International Flights: প্রতীক্ষার অবসান ! ১৫ নভেম্বর থেকে ফের চালু হচ্ছে দিল্লি-সিডনি ফ্লাইট পরিষেবা

Last Updated:

Air India-Delhi-Sydney Non-Stop Flights: বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ আগামী ১৫ নভেম্বর থেকে দিল্লি-সিডনি নন-স্টপ ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে এয়ার ইন্ডিয়ার ৷

File Photo
File Photo
নয়াদিল্লি: দু’বছর আগে পর্যন্তও ছবিটা ছিল সম্পূর্ণ অন্যরকম ৷ ভারত থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রতিদিন বিমান চলত ৷ কিন্তু করোনা অতিমারিতে বদলে গিয়েছে সব কিছুই ৷ কেন্দ্রীয় সরকারের বন্দে ভারত মিশনের আওতায় এবার দিল্লি থেকে অস্ট্রেলিয়ার বিমান চলাচল শুরু হতে চলেছে ৷ যার বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ আগামী ১৫ নভেম্বর থেকে দিল্লি-সিডনি নন-স্টপ ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে এয়ার ইন্ডিয়ার (Air India Announces Non-stop Flights Between Delhi, Sydney From Nov 15) ৷
advertisement
দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমান রওনা হব দুপুর ১টা ১৫ মিনিট ৷ পৌঁছবে সিডনির স্থানীয় সময় পরের দিন সকাল ৭টা ১০ মিনিটে ৷ অপরদিকে সিডনি থেকে বিমান রওনা হবে সকাল ১০টা ১৫ মিনিটে ৷ দিল্লি পৌঁছনোর কথা ভারতীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে ৷
advertisement
দিল্লি-সিডনি-দিল্লি রুটে বন্দে ভারত মিশনের আওতায় এয়ার ইন্ডিয়া বিমান চালাবে সপ্তাহে তিন বার ৷ বুধবার থেকেই শুরু হয়েছে এর টিকিট বুকিং ৷ এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব যাত্রীরা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন ৷ তাদের জন্য এবার বন্দে ভারত মিশনের আওতায় দিল্লি-সিডনি সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হল ৷
advertisement
পাশাপাশি অস্ট্রেলিয়ায় কোভ্যাক্সিন-কেও স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ যার ফলে ভারতীয়দের ক্যাঙারুদের দেশে যাত্রা করতে আর সমস্যা থাকার কথা নয় ৷ ২০ মাস বন্ধ থাকার পর অবশেষে সে দেশের বর্ডার খুলে দেওয়া হয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India-International Flights: প্রতীক্ষার অবসান ! ১৫ নভেম্বর থেকে ফের চালু হচ্ছে দিল্লি-সিডনি ফ্লাইট পরিষেবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement