Potato Price: আলুর সাইজেই দামের রকমফের, দক্ষিণবঙ্গের আলু ছোট! মাথায় হাত
- Published by:Debalina Datta
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Potato Price: রাজ্যে এবার উত্তরবঙ্গের আলুর ফলন এবং আকার যথেষ্ট বেশি এবং বড়। সে জায়গায় দক্ষিণবঙ্গে আলুর ফলন অতিরিক্ত ছোট। উত্তরবঙ্গ বাজারে সামঞ্জস্য আনল দক্ষিণবঙ্গে আলু পাঠিয়ে।
কলকাতা: এবার শীতের মরশুমে সবজির ফলন পর্যাপ্ত ছিল। যার ফলে বাজারে শাক সবজির যোগান অফুরন্ত ছিল।সেই কারণে সবজির দাম খুব একটা সহ্য সীমার বাইরে যেতে পারেনি। কিন্তু মাথায় হাত পড়েছে চাষীদের। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ার দরুণ সবজির দাম পায়নি বলে দাবি করছে চাষিরা। অন্যদিকে আলু চাষীরা দাবি করছে, এ বছর আলু চাষের সময় কিংবা আলু তোলার সময় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ হয়নি।প্রত্যেকের কথা অনুযায়ী,আলুর গাছ ভাল হয়েছিল, কিন্তু আলুর ফলন আশানুরূপ হয়নি।তাই দক্ষিণবঙ্গে আলু চাষীদের মাথায় হাত পড়েছে।
অবশেষে উত্তরবঙ্গের আলু চাষীরা দক্ষিণবঙ্গের আলু স্টোর গুলোতে আলু না পাঠালে,যথেষ্ট সমস্যায় পড়তে হত শীতল ঘরের মালিকদের। সঙ্গে আলুর দাম অতিরিক্ত থাকত বলে দাবি চাষিদের। তাঁরা দাবি করেন, দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে আলু চাষ হয় ,যেমন বর্ধমান, বাঁকুড়া, হুগলি, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে আলুর ফলন আকার বেশ ছোট হয়েছে।
আরও পড়ুন - Higher Secondary Tips: উচ্চ-মাধ্যমিকে বায়োলজিতে ভাল নম্বর চাই , রইল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের টিপস
advertisement
advertisement
সেই আলুর আকার ৫ গ্রাম থেকে ২০-২৫ গ্রাম ওজনের সংখ্যা সব থেকে বেশি। একে আলু চাষিরা ' ক্যাত ' বলে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে , এবছর আলুর চাষ বেশ ভাল হয়েছে । সঙ্গে আলুর আকার মাঝারি থেকে বড় আকারের হয়েছে। যার ফলে বাজারে আলুর মানরক্ষা হবে এবার। দক্ষিণ বঙ্গে আলুর আকার এতটা ছোট হল কেন ?সেটা নিয়ে যথেষ্ট ধন্ধে রয়েছেন আলু চাষিরা।
advertisement
এই বিষয়ে রাজ্য টাস্ক কোর্সের সদস্য, কমল দে জানান, ‘‘দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে আলু চাষ হয়। সেখানে আলুর আকার ছোট হওয়ার ফলে - আলুর দাম পাচ্ছে না আলু চাষিরা। সেটাই এবার আলু চাষিদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।'’ এছাড়াও তিনি বলেন ‘‘খামখেয়ালি আবহাওয়ার জন্য আলু চাষের অনেকটাই ক্ষতি হয়েছে ।যেমন দিনের বেলা গরম থাকছে, রাত্রিবেলা শীত। সঙ্গে কোথাও কুয়াশা, কোথাও শিশির। উত্তরবঙ্গের ফসল ঠিক মত না হলে, এবারও আমাদের অন্য রাজ্যের দিকে তাকিয়ে থাকতে হত।'’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 6:59 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Potato Price: আলুর সাইজেই দামের রকমফের, দক্ষিণবঙ্গের আলু ছোট! মাথায় হাত