হোম /খবর /শিক্ষা /
উচ্চ-মাধ্যমিকে বায়োলজিতে ভাল নম্বর চাই, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের টিপস

Higher Secondary Tips: উচ্চ-মাধ্যমিকে বায়োলজিতে ভাল নম্বর চাই , রইল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের টিপস

X
বায়োলজিতে [object Object]

Higher Secondary Tips: উচ্চ মাধ্যমিকের বায়োলজি বিভাগের ভাল নম্বর পেতে , শেষ মুহূর্তের টিপস দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষক

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া:  একেবারেই দোরগোড়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। হাতে সময় আর নেই বললেই চলে। ‌ ছাত্র-ছাত্রীদের জীবনে উচ্চশিক্ষা লাভের প্রথম পদক্ষেপ হল উচ্চমাধ্যমিক। ‌ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে এক আলাদাই উচ্ছ্বাস থাকে। তারই সঙ্গে থাকে ভয় , ভীতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই ছাত্র-ছাত্রীরা সিদ্ধান্ত নেয় কোন বিষয়ে তারা এগিয়ে যাবে। ‌ কীভাবে তারা ভবিষ্যৎ গঠন করবে।

অনেকেই বিভিন্ন প্রফেশনাল কোর্সের দিকে এগিয়ে চলে , অনেকেই আবার হায়ার এডুকেশনের দিকে এগোয়। ‌ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের ভিত শক্ত করতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‌ আর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট ছাত্র-ছাত্রীদের জীবনে আগামী দিনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চমাধ্যমিকে বায়োলজি বিভাগে দুর্দান্ত রেজাল্ট করতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ শিক্ষক দিচ্ছেন শেষ মুহূর্তের স্পেশাল কিছু টিপস।

আরও পড়ুন -  Jai Shree Ram: ‘শামি -জয় শ্রী রাম’-আহমেদাবাদের ফ্যানদের কুৎসিত কীর্তি, ভাইরাল ভিডিও

এই টিপস ফলো করলেই পিছিয়ে পড়া পড়ুয়ারাও ভাল নম্বর করতে পারবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষক তৌফিক ইসলাম বলেন , ছাত্র-ছাত্রীরা যদি গ্রুপ স্টাডির মধ্যে দিয়ে টেস্ট পেপার ফলো করে তবে অনায়াসেই তাঁরা শেষ মুহূর্তে ভাল নম্বর তুলতে পারবে। বারবার লিখে , লিখে প্র্যাকটিস করতে হবে। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপারই একমাত্র সমাধান। এরই পাশাপাশি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্ট নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। ‌

আরও পড়ুন -  Virat Kohli Century: কীসে চুমু খেলেন বিরাট, ৩ বছরের শতরান খরা কাটিয়ে অন্যরকম সেলিব্রেশন, ভাইরাল ভিডিও

রাজ্যের অন্যান্য স্কুলগুলির পাশাপাশি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ভাল রেজাল্টের জন্য বরাবরই নিজের জায়গা তৈরি করে থাকে। এবছরও পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের ছাত্ররা দুর্দান্ত রেজাল্ট করবে এমনটাই আশা রাখছেন মিশনের শিক্ষকেরা।

 Sarmistha Banerjee

Published by:Debalina Datta
First published:

Tags: Higher Secondary 2023, Higher Secondary Exam 2023, Purulia