Higher Secondary Tips: উচ্চ-মাধ্যমিকে বায়োলজিতে ভাল নম্বর চাই , রইল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্যারের টিপস
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Higher Secondary Tips: উচ্চ মাধ্যমিকের বায়োলজি বিভাগের ভাল নম্বর পেতে , শেষ মুহূর্তের টিপস দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষক
পুরুলিয়া: একেবারেই দোরগোড়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। হাতে সময় আর নেই বললেই চলে। ছাত্র-ছাত্রীদের জীবনে উচ্চশিক্ষা লাভের প্রথম পদক্ষেপ হল উচ্চমাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে এক আলাদাই উচ্ছ্বাস থাকে। তারই সঙ্গে থাকে ভয় , ভীতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই ছাত্র-ছাত্রীরা সিদ্ধান্ত নেয় কোন বিষয়ে তারা এগিয়ে যাবে। কীভাবে তারা ভবিষ্যৎ গঠন করবে।
অনেকেই বিভিন্ন প্রফেশনাল কোর্সের দিকে এগিয়ে চলে , অনেকেই আবার হায়ার এডুকেশনের দিকে এগোয়। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের ভিত শক্ত করতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট ছাত্র-ছাত্রীদের জীবনে আগামী দিনে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চমাধ্যমিকে বায়োলজি বিভাগে দুর্দান্ত রেজাল্ট করতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ শিক্ষক দিচ্ছেন শেষ মুহূর্তের স্পেশাল কিছু টিপস।
advertisement
advertisement
এই টিপস ফলো করলেই পিছিয়ে পড়া পড়ুয়ারাও ভাল নম্বর করতে পারবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষক তৌফিক ইসলাম বলেন , ছাত্র-ছাত্রীরা যদি গ্রুপ স্টাডির মধ্যে দিয়ে টেস্ট পেপার ফলো করে তবে অনায়াসেই তাঁরা শেষ মুহূর্তে ভাল নম্বর তুলতে পারবে। বারবার লিখে , লিখে প্র্যাকটিস করতে হবে। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পেপারই একমাত্র সমাধান। এরই পাশাপাশি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্ট নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি।
advertisement
আরও পড়ুন - Virat Kohli Century: কীসে চুমু খেলেন বিরাট, ৩ বছরের শতরান খরা কাটিয়ে অন্যরকম সেলিব্রেশন, ভাইরাল ভিডিও
রাজ্যের অন্যান্য স্কুলগুলির পাশাপাশি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ভাল রেজাল্টের জন্য বরাবরই নিজের জায়গা তৈরি করে থাকে। এবছরও পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের ছাত্ররা দুর্দান্ত রেজাল্ট করবে এমনটাই আশা রাখছেন মিশনের শিক্ষকেরা।
advertisement
Sarmistha Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 11:22 PM IST