Jai Shree Ram: ‘শামি -জয় শ্রী রাম’-আহমেদাবাদের ফ্যানদের কুৎসিত কীর্তি, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
চতুর্থ দিনের খেলার পর, খেলোয়াড়রা যখন ডাগআউটের কাছে আসেন- তখন ফ্যানদের চিৎকার শোনা যায় '‘শামি, জয় শ্রী রাম।’’
আহমেদাবাদ: একেবারে ছিঃ ছিঃ৷ জাতীয় দলের জার্সিতে ক্রিকেটাররা যতক্ষণ অবধি ক্ষমতা থাকে ততক্ষণ অবধি লড়াই করে৷ দলের জন্য, দেশের জন্য সেরাটা দেন৷ কিন্তু সেই ক্রিকেটারদের যখন নিজেদের দেশেই অবমাননার শিকার হতে হয় তখন সত্যিই তা লজ্জার হয়৷ এরকমই মহম্মদ শামিকে ট্রোলিং করার লজ্জাজনক ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও৷
ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি ধর্ম। শুক্রবার আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে শেষ টেস্ট চলাকালীন সমর্থকদের থেকে এক অনভিপ্রেত ঘটনা ঘটে গেল৷ চতুর্থ দিনের খেলার পর, খেলোয়াড়রা যখন ডাগআউটের কাছে আসেন- তখন ফ্যানদের চিৎকার শোনা যায় '‘শামি, জয় শ্রী রাম।’’
advertisement
advertisement
দেখে নিন সেই ট্রোলিংয়ের ভাইরাল ভিডিও
"Shami... Jai Shree Ram"...
If this indeed happened before the start of the 4th test of the #BorderGavaskarTrophy in Ahmedabad, it makes me puke at the insensitivity from certain pricks. I'd ban these fellows from attending any games here after! pic.twitter.com/AYHK2W5suw — Saikiran Kannan | 赛基兰坎南 (@saikirankannan) March 10, 2023
advertisement
ফ্যানরা এদিন অযথাই ধর্মীয় আঘাত বানতে শুরু করেন৷ শামি একজন মুসলিম ক্রিকেটার তা জেনে তাঁকে আঘাত করার জন্য এই আচরণ করতে শুরু করেন।
advertisement
দেখে মনে হচ্ছিল ভিড়ের উদ্দেশ্যপ্রণোদিত চিৎকার শামিকে প্রভাবিত করেনি, তিনি ও তাঁর সতীর্থরা শান্ত ছিলেন। ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে।
Shami Ko Jai Shree Ram 🚩 pic.twitter.com/rwVg1yMEaz
— Gems of Shorts (@Warlock_Shabby) March 9, 2023
এদিকে ভারত বনাম অস্ট্রেলিয়া আহমেদাবাদের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৮০ রান করেছিল৷ এর জবাবে ভারতও জবরদস্ত ব্যাটিং করেন৷ শ্রেয়স আইয়ের কোমরের ব্যাথার জন্য এদিন ব্যাটিং করতে নামতে পারেননি তাই ভারতের ইনিংস শেষ হয় ৫৭১ রানে৷
advertisement
এই ৫৭১ রানের ইনিংসে শুভমান গিল শতরান করেন৷ তিনি ১২৮ রান করেন৷ তবে দলের হয়ে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি তিনি ১৮৬ রান করে আউট হন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2023 5:32 PM IST