১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি

Last Updated:

এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷

বিরাটের বিরাট ইনিংস
বিরাটের বিরাট ইনিংস
আহমেদাবাদ: ২৪১ বলে শতরান, এরপরেই আহমেদাবাদ দেখল এক অন্য বিরাট কোহলিকে৷ তাঁর ঝকঝকে , ক্লাসিক ও অথচ ধামাকাদার ব্যাটিং দেখে পয়সা উসুল রবিবার হয়ে গেলে ক্রিকেটপ্রেমীদের৷ একবার মনে হচ্ছিল ২০১৭-র পর এবার ফের দ্বিশতরানই করে ফেলবেন বিরাট কোহলি কিন্তু ১৮৬ তেই থামতে হল কিংকে৷
লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া, কিং কোহলি ইজ ব্যাক৷ এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷
advertisement
advertisement
এদিন ১৮৬ রানের ইনিংস থামে মার্ফির বলে৷ লাবুসেন তাঁর ক্যাচ নেন৷ বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷  এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷
advertisement
এদিন বিরাট কোহলি নিজের শতরান করেন ২৪১ বলে৷ সেই ইনিংসে ছিল মাত্র পাঁচটি চার৷ ছিল না একটিও ছক্কা৷ বিরাটের খেলার সঙ্গে তাঁর এই ওয়াগন হুইল একেবারেই খাপ খায় না৷ কিনতু তিন বছর তিন মাসের পর টেস্ট শতরান ব্যাটে আসার পরেই এদিন বিরাটের ব্যাট হয়ে যায় খাপ খোলা তলোয়ার৷
advertisement
বাংলাদেশের বিরুদ্ধে  ভারতের প্রথম ডে নাইট পিঙ্ক বল টেস্টে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি৷ প্রথম ইনিংসে বাংলাদেশকে ১০৬ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দল প্রথম ইনিংসে ম্যামথ ৩৪৭ রান করেছিল, তারপর ইনিংস ডিক্লেয়ার দেওয়া হয়েছিল৷
কোহলির সেই ক্লাসিক শতরান সাজানো ছিল ১৮ টি বাউন্ডারি দিয়ে৷ ২৭ তম শতরানের সেই ইনিংসে তাঁকে আউট করেন এবাদত হোসেন৷ কিন্তু তারপর থেকে যেন ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ আর সেই শতরানের খরাতে ফুলস্টপ এল আহমেদাবাদে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement