১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি

Last Updated:

এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷

বিরাটের বিরাট ইনিংস
বিরাটের বিরাট ইনিংস
আহমেদাবাদ: ২৪১ বলে শতরান, এরপরেই আহমেদাবাদ দেখল এক অন্য বিরাট কোহলিকে৷ তাঁর ঝকঝকে , ক্লাসিক ও অথচ ধামাকাদার ব্যাটিং দেখে পয়সা উসুল রবিবার হয়ে গেলে ক্রিকেটপ্রেমীদের৷ একবার মনে হচ্ছিল ২০১৭-র পর এবার ফের দ্বিশতরানই করে ফেলবেন বিরাট কোহলি কিন্তু ১৮৬ তেই থামতে হল কিংকে৷
লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া, কিং কোহলি ইজ ব্যাক৷ এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷
advertisement
advertisement
এদিন ১৮৬ রানের ইনিংস থামে মার্ফির বলে৷ লাবুসেন তাঁর ক্যাচ নেন৷ বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷  এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷
advertisement
এদিন বিরাট কোহলি নিজের শতরান করেন ২৪১ বলে৷ সেই ইনিংসে ছিল মাত্র পাঁচটি চার৷ ছিল না একটিও ছক্কা৷ বিরাটের খেলার সঙ্গে তাঁর এই ওয়াগন হুইল একেবারেই খাপ খায় না৷ কিনতু তিন বছর তিন মাসের পর টেস্ট শতরান ব্যাটে আসার পরেই এদিন বিরাটের ব্যাট হয়ে যায় খাপ খোলা তলোয়ার৷
advertisement
বাংলাদেশের বিরুদ্ধে  ভারতের প্রথম ডে নাইট পিঙ্ক বল টেস্টে এই নজির গড়েছিলেন বিরাট কোহলি৷ প্রথম ইনিংসে বাংলাদেশকে ১০৬ রানে অল আউট করে দেওয়ার পর ভারতীয় দল প্রথম ইনিংসে ম্যামথ ৩৪৭ রান করেছিল, তারপর ইনিংস ডিক্লেয়ার দেওয়া হয়েছিল৷
কোহলির সেই ক্লাসিক শতরান সাজানো ছিল ১৮ টি বাউন্ডারি দিয়ে৷ ২৭ তম শতরানের সেই ইনিংসে তাঁকে আউট করেন এবাদত হোসেন৷ কিন্তু তারপর থেকে যেন ফুলস্টপ পড়ে গিয়েছিল৷ আর সেই শতরানের খরাতে ফুলস্টপ এল আহমেদাবাদে৷
বাংলা খবর/ খবর/খেলা/
১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement