Shreyas Iyer: কোথায় শ্রেয়স আইয়ার, কেন চতুর্থ টেস্টে এখনও ব্যাট করতে নামার নাম নেই

Last Updated:

টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার পিঠে ব্যথার কারণে একেবারে কাহিল হয়ে পড়েছেন।

শ্রেয়স আইয়ারের পিঠে ব্যাথা
শ্রেয়স আইয়ারের পিঠে ব্যাথা
আহমেদাবাদ: আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে খারাপ খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য৷  টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার পিঠে ব্যথার কারণে একেবারে কাহিল হয়ে পড়েছেন। এ কারণে ম্যাচের চতুর্থ দিনে তাঁর নির্দিষ্ট ব্যাটিং স্লটে ব্যাট করতে নামেননি। ভারতের চতুর্থ উইকেটের পতনের পর শ্রেয়স আইয়ারের জায়গায় ছয় নম্বরে ব্যাট করে নামেন কেএস ভারত। ম্যাচের তৃতীয় দিনেই পিঠে ব্যথার অভিযোগ করেছিলেন আইয়ার। এরপর তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। শ্রেয়স বর্তমানে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
শ্রেয়স ভারতীয় ক্রিকেটের  জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
আহমেদাবাদের পিচে সাহায্য পাচ্ছেন স্পিন বোলাররা। যদিও এই ম্যাচের পিচ এই সিরিজের প্রথম তিন ম্যাচের মতো বল টার্ন করছে না, ভারতকে ম্যাচ জিততে চতুর্থ দিনে পিচে দ্রুত রান করতে হবে। শ্রেয়স আইয়ার স্পিনের দারুণ খেলোয়াড় এবং তাঁর স্পিন পিচেও দ্রুত রান করার ক্ষমতা রয়েছে। এমন পরিস্থিতিতে আইয়ারের চোট ভারতের জন্য বড় ধাক্কা, কারণ এই ম্যাচে তিনি ব্যাট হাতে নামতেও পারেননি৷
advertisement
advertisement
প্রথম ম্যাচেও খেলতে পারেননি শ্রেয়স
advertisement
চোটের কারণে এই সিরিজের প্রথম ম্যাচও খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। এমন পরিস্থিতিতে নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে তার জায়গায় সুযোগ দেওয়া হয় সূর্যকুমার যাদবকে। এই ম্যাচে ভারতীয় দল ইনিংস এবং ১৩২ রানে জিতেছিল। তবে সূর্যকুমার যাদব তার টেস্ট কেরিয়ারের প্রথম ইনিংসে মাত্র আট রান করে আউট হন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shreyas Iyer: কোথায় শ্রেয়স আইয়ার, কেন চতুর্থ টেস্টে এখনও ব্যাট করতে নামার নাম নেই
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement