আহমেদাবাদ: আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে খারাপ খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য৷ টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার পিঠে ব্যথার কারণে একেবারে কাহিল হয়ে পড়েছেন। এ কারণে ম্যাচের চতুর্থ দিনে তাঁর নির্দিষ্ট ব্যাটিং স্লটে ব্যাট করতে নামেননি। ভারতের চতুর্থ উইকেটের পতনের পর শ্রেয়স আইয়ারের জায়গায় ছয় নম্বরে ব্যাট করে নামেন কেএস ভারত। ম্যাচের তৃতীয় দিনেই পিঠে ব্যথার অভিযোগ করেছিলেন আইয়ার। এরপর তাঁকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়। শ্রেয়স বর্তমানে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
শ্রেয়স ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
আরও পড়ুন - Virat Kohli: আহমেদাবাদে শাপমোচন, কোহলির ব্যাটে ফের শতরান, এ এক অন্য বিরাট
আরও পড়ুন - Weather Alert: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তোলপাড়, ব্যাপক পরিবর্তন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রইল আপডেট
প্রথম ম্যাচেও খেলতে পারেননি শ্রেয়সচোটের কারণে এই সিরিজের প্রথম ম্যাচও খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। এমন পরিস্থিতিতে নাগপুরে অনুষ্ঠিত ম্যাচে তার জায়গায় সুযোগ দেওয়া হয় সূর্যকুমার যাদবকে। এই ম্যাচে ভারতীয় দল ইনিংস এবং ১৩২ রানে জিতেছিল। তবে সূর্যকুমার যাদব তার টেস্ট কেরিয়ারের প্রথম ইনিংসে মাত্র আট রান করে আউট হন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, Shreyas Iyer