Paschim Bardhaman News : দোল পূর্ণিমার পাঁচদিন পরে আবার দোল, জানেন পঞ্চমদোলের মাহাত্ম্য

Last Updated:

Pancham Dol: অল্প যে সংখ্যক জায়গায় পঞ্চম দোল পালিত হয়, তার মধ্যে অন্যতম কুলটির মিঠানি গ্রাম। চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউ। তার উদ্দেশ্যে পালিত হয় পঞ্চম দোল।

+
পঞ্চম

পঞ্চম দোলে ফের জমিয়ে আবীর খেলা

পশ্চিম বর্ধমান : দ্বারকাতে নন্দ মহারাজ শুরু করেছিলেন পঞ্চম দোল। দোল পূর্ণিমার ঠিক পাঁচ দিন পরে পালিত হয়েছিল রঙের উৎসবের নতুন দিনটি। যদিও পঞ্চম দোল খুব বেশি জায়গায় পালিত হয় না। অল্প যে সংখ্যক জায়গায় পঞ্চম দোল পালিত হয়, তার মধ্যে অন্যতম কুলটির মিঠানি গ্রাম।
পশ্চিম বর্ধমান জেলার কুলটির মিঠানি গ্রামে রয়েছে চট্টরাজ পরিবার। যে পরিবারের কুলদেবতা বাসুদেবচন্দ্র জিউ। তাঁর উদ্দেশ্যে পালিত হয় পঞ্চম দোল। আগের দিন রাতে হয় চাচর অর্থাৎ হোলিকা দহন। পরদিন পূজা-অর্চনার সঙ্গে সঙ্গে চট্টরাজ পরিবারের সদস্যরা মেতে ওঠেন পঞ্চম দোলের আনন্দে। বিগত ২০০ বছর ধরে এই পঞ্চম দোল পালিত হচ্ছে চট্টরাজ পরিবারে যদিও বিগত কয়েক বছরে পঞ্চম দোল মিঠানি গ্রামের সকলের উৎসব হয়ে উঠেছে।
advertisement
advertisement
সঠিক সময় বলতে না পারলেও, পরিবারের প্রবীণ সদস্যরা জানিয়েছেন, বিগত দুশো বছরের বেশি সময় ধরে এই পঞ্চম দোল পালিত হয় চট্টরাজ পরিবারে। দোলের দিন পরিবারের সকলে যেমন আবির খেলার আনন্দে মেতে ওঠেন, তেমনভাবেই ঠিক পাঁচ দিন পর ফের জাঁকজমকের সঙ্গে দোল উৎসব পালন করা হয় এখানে।
advertisement
চতুর্থীর চাঁদ উদয়ের সঙ্গে এখানে পালিত হয় চাচড় অর্থাৎ হোলিকা দহন। ঘটা করে মন্দির থেকে পরিবারের কুলদেবতাকে নিয়ে যাওয়া হয় অন্য একটি জায়গায়। সেখানে যজ্ঞের পর চাচড় হয়। পরদিন সকাল থেকে কুলদেবতার মন্দিরে শুরু হয় পুজোপাঠ।
advertisement
পাশাপাশি পরিবারের সদস্যরা সকলে দোলের আনন্দে মেতে ওঠেন। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা সুযোগ পান বছরে দুবার দোল খেলার। আর এই উৎসবের আনন্দে এখন চট্টরাজ পরিবারের সঙ্গে হাত মিলিয়েছেন গ্রামের মানুষরাও।
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : দোল পূর্ণিমার পাঁচদিন পরে আবার দোল, জানেন পঞ্চমদোলের মাহাত্ম্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement