গমের ফলন ভাল হচ্ছে না? শুধু মেনে চলুন এই নিয়ম! ফলে ভরবে গাছ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়নের তৃতীয় সপ্তাহ বা নভেম্বর মাসের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত
উত্তর দিনাজপুর: ধানের পরেই উত্তর দিনাজপুর জেলার কম বেশি উৎপাদন হয় গমের। গম থেকে আটা, ময়দা সহ বিভিন্ন খাবার সামগ্রী তৈরি করা হয়। তবে কিভাবে এই গম চাষ করবেন ? কোন পদ্ধতি মেনে চললে গমের ফলন ভাল পাবেন জানেন কী?
এই গমের বীজ বপনের উপযুক্ত সময় হল কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়নের তৃতীয় সপ্তাহ বা নভেম্বর মাসের ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এই গমের জাতের মধ্যে অন্যতম হল কাঞ্চন, আকবর, প্রতিভা ,সৌরভ, সোনালিকা বিভিন্ন জাতের গম। এই গম চাষের জন্য উঁচু ও মাঝারি দোআঁশ মাটি ভীষণ উপযোগী। লবণাক্ত মাটিতে গমের ফলন কম হয়। গমের ভালো ফলন পাওয়ার জন্য জমি চাষ করার সময় জমিতে জৈব সার প্রয়োগ করা প্রয়োজন।
advertisement
advertisement
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ,ইটাহার, রায়গঞ্জ সহ বিভিন্ন ব্লকে এই গমের চাষ করা হয়। কৃষিবিদ রাধিকারঞ্জন দেবভূতি জানান, উত্তর দিনাজপুর জেলার কমবেশি অনেক ব্লকেই গমের উৎপাদন হয়। ভাতের পরেই দ্বিতীয় শস্য হিসেবে ব্যবহার করা হয় গম। তবে এই গম উৎপাদনের জন্য সময়মতো সেচ দেওয়াটা ভীষণ দরকারি।
advertisement
সঠিক সময় সেচ দিলে তবেই ভালো ফলন হবে গমের। কৃষিবিদ রাধিকা বাবু আরও জানান গম চাষের জন্য কুড়ি থেকে বাইশ দিনে প্রথম সেচ দিতে হবে। ও সেচ দেওয়ার একদিন পরেই ৬ থেকে ৭ কেজি ইউরিয়া ,চাপান সার দিতে হবে জমিতে। তাতে গমের ফলন ভালো হবে। এরপর দ্বিতীয় সেচ দিতে হবে ৪০ থেকে ৪৫ দিনে । ঠিক একই ভাবে সেচ দেওয়ার একদিন পরেই ইউরিয়া ও চাপান সার দিতে হবে।
advertisement
তবে সব সময় মাথায় রাখবেন সেচ দেওয়ার পরেই জমিতে সার দেবেন। তার আগে ভুলেও জমিতে সার এর প্রয়োগ করবেন না। না হলেই গমের ক্ষতি হবে এবং ভালো ফলন পাবেন না। তবে গম চাষের সময় মাথায় রাখতে হবে সময় মতো আগাছা নিয়ন্ত্রণ করা। গমের খেতে দূর্বা , বথুয়া বিভিন্ন ধরনের আগাছা জন্মায় এই আগাছা গুলোকে তুলে ফেলে দিলে তবেই গমের গাছ বৃদ্ধি পায়।এই রকম কিছু কিছু বিষয় মেনে গম চাষ করলে ভালো গমের উৎপাদন হবে।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2024 4:29 PM IST