Agriculture News: বাঁকুড়ার লাল মাটিতে সূর্যমুখী ফুল, চাষের ক্ষেত্রে হতে পারে বিরাট বিপ্লব
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Agriculture News: কৃষির দিক দিয়ে বাঁকুড়া জেলা উন্নতি করছে দ্রুত গতিতে। সূর্যমুখী ফুলের চাষ তার অন্যতম উদাহরণ।
বাঁকুড়া: বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে হচ্ছে সূর্যমুখী ফুলের চাষ। বাঁকুড়া জেলার জঙ্গলমহল থেকে শুরু করে খাতড়া এবং শুশুনিয়া পাহাড়ের উপরে। সূর্যমুখী ফুলের চাষ করে লাভের মুখ দেখতে চাইছেন কৃষকরা। এবং হলুদ এই ফুল যে সুন্দর দৃশ্য সৃষ্টি করেছে তা এক কথায় অসাধারণ। সূর্যমুখী ফুলের চাষ করা যেতে পারে, যা তেল এবং খাদ্যশস্য উভয় হিসেবে গুরুত্বপূর্ণ। চাষের জন্য উপযুক্ত সময় হল ভাদ্র-আশ্বিন মাস (মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর) এবং খরিফ-১ মৌসুমে জৈষ্ঠ্য মাসেও চাষ করা যেতে পারে।
এখানে সূর্যমুখী চাষের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচিত হবে, জমিতে ৪-৫ টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে ও আগাছামুক্ত করতে হবে। সারি থেকে সারির দূরত্ব ৫০ সেমি এবং গাছ থেকে গাছের দূরত্ব ২৫ সেমি রাখতে হবে।কৃষি দফতর সূত্রে খবর সূর্যমুখী বীজ সারিতে বুনতে হয়। প্রতি হেক্টরে (২৪৭ শতকে) ৮-১০ কেজি বীজ লাগে। আশ্বিন থেকে অগ্রহায়ণ মাস বীজ বপনের জন্য ভাল সময়।
advertisement
আরও পড়ুন: ১৫ বছর পর অবসর নিতে চাইছেন ? বর্তমানে প্রতি মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ কি যতেষ্ট হবে? দেখুন হিসেব
advertisement
খরিফ-১ মৌসুমে জৈষ্ঠ্য (মধ্য এপ্রিল থেকে মধ্য মে) মাসেও এর চাষ করা যায়। ডি এস-১ ও বারি সূর্যমূখী-২ ইত্যাদি উল্লেখযোগ্য কয়েকটি জাত। হৃদরোগীদের জন্য সূর্যমুখীর তেল খুবই উপকারী। সমভূমি এলাকায় শীত ও বসন্তকালে, উঁচু লালমাটি এলাকায় বর্ষাকালে ও সমুদ্রকুলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয়। বীজ থেকে উন্নতমানের ভোজ্য তেল উৎপন্ন হয়।
advertisement
কৃষির দিক দিয়ে বাঁকুড়া জেলা উন্নতি করছে দ্রুত গতিতে। সূর্যমুখী ফুলের চাষ তার অন্যতম উদাহরণ। গোটা শীতকাল জুড়ে জারবেড়া ফুলের চাষ করে থাকেন বিভিন্ন কৃষকেরা। সূর্যমুখী ফুলের চাষ গ্রীষ্মে এক নতুন আয়ের সন্ধান হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 7:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বাঁকুড়ার লাল মাটিতে সূর্যমুখী ফুল, চাষের ক্ষেত্রে হতে পারে বিরাট বিপ্লব







