Moong Daal Bumper News: মুগ ডালের জন্য আর পরনির্ভরশীল নয়, এবার নিজেরাই যোগান দেবে এই এলাকা
- Published by:Debalina Datta
Last Updated:
Moong Daal Bumper News: আর আমদানি নয় এবার করা যাবে রফতানি, মুগ ডালের বীজ উৎপাদনে স্বনির্ভর হচ্ছে চাষীরা, প্রথমে এলাকার চাষিদের সঙ্গে করে কৃষ্ণনগর জেডএআরএস থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন তাঁরা।
রায়দিঘি: মুগ ডাল উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে আরও এক কদম এগিয়ে গেল মথুরাপুর ২ নং ব্লক। এতদিন এই ব্লকে বাইরে থেকে আমদানি করতে হত মুগ ডালের বীজ। এবার এবার ব্লক থেকে বাইরে রফতানি করা হবে বীজ গুলিকে।এই সাফল্য এসেছে মথুরাপুর ২ নং ব্লক কৃষি অফিসের হাত ধরে।
সম্প্রতি এই কাজ কতদূর এগিয়েছে তা দেখতে মাঠ পরিদর্শনে গিয়েছিলেন মথুরাপুর ২ নং ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিষেক নস্কর সহ মাঠ পরিদর্রশনকারি টিম।
মুগ ডালের বীজ নিয়ে স্বনির্ভরadvertisement
সেই টিমে উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে রামবাবু রমন, বিটিএম সোমা মাইতি সহ তিন আ্যাসিস্টান্ট টেকনোলজি ম্যানেজার ও অন্যান্য ব্যক্তিরা।
advertisement
এই সাফল্যের পিছনে লড়াইটাও ছিল প্রবল। প্রথমে এলাকার চাষিদের সঙ্গে করে কৃষ্ণনগর জেডএআরএস থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসেন তাঁরা। এরপর স্থানীয় নিমপীঠ কৃষি গবেষণা কেন্দ্র ও আড়াপাঁচ শস্য শ্যামলা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।
advertisement
সেখান থেকেই আনা হয় মুগ ডালের উন্নতমানের বীজ বিরাট ও শিখা। সেই বীজ জমিতে বপন করা হয়। চলে নিখুঁত পর্যবেক্ষণ। বর্তমানে জমিতে ব্যাপক ফলন দেখা দিয়েছে এই মুগ ডালের। আর যার ফলে খুশি সকলেই।
advertisement
এই মুগ ডাল উৎপাদিত হলে সেগুলিকে বাজারের থেকে বেশি দামে কিনেও নেওয়া হবে।
এ নিয়ে মুগ ডাল চাষ করেছেন এমন এক চাষী দিলীপ কুমার পুরকাইত জানিয়েছেন মথুরাপুর ২ নং ব্লক কৃষি অফিসের সহযোগিতায় এই মুগ ডাল চাষ করেছিলাম। এখন আশার থেকে অনেক বেশি ফসল ফলেছে। কিছুদিনের মধ্যেই এই ফসল তোলার কাজ শুরু হবে।
advertisement
Nawab Mullick
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 12:09 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Moong Daal Bumper News: মুগ ডালের জন্য আর পরনির্ভরশীল নয়, এবার নিজেরাই যোগান দেবে এই এলাকা
