মুম্বই: ৪ মার্চ ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে শুরু হয়েছিল নতুন অধ্যায়। আজ আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় নাম লেখাতে প্রস্তুত হরমনপ্রীত কউর ও মেগ ল্যানিংয়ের দল। প্রতিযোগিতার শুরু থেকেই ৫টি দলের মধ্যে দিল্লি ও মুম্বই পারফরম্যান্সে বোঝা গিয়েছিল এই দুই দল চ্যাম্পিয়নশিপের প্রধান দাবিদার। আজ শেষে লড়াইয়ে শেষ হাসি কে হাস তার উত্তর মিলবে রবিবাসরীয় ব্রাবোন স্টেডিয়ামে।
লিগ টেবিলের শীর্ষে থেকে সরাসরি ফাইনালের টিকিট পাকা করেছিল দিল্লি ক্যাপিটালস। অপরদিকে, শুরু থেকে দুরন্ত ফর্মে থাকলেও শেষের দিকে ৪ ম্যাচের মধ্যে দুটি ম্যাচ হারায় প্লে অফে ইউপিকে হারিয়ে ফাইনালে ওঠে মুম্বই। তবে দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তির বিচার করলে সব বিভাগেই একে অপরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে হরমনপ্রীত কউর ও মেগ ল্যানিংয়ের দলের। ফলে আজ হাইভোল্টেজ ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
ফাইনাল ম্যাচে আরও একবার জ্বলে ওঠার জন্য প্রস্তুত হেইলি ম্যাথিউজ, ন্যাট স্কিভার ব্রান্ট, অ্যামেলিয়া কেররা। তবে দলকে একটু চিন্তায় রেখেছে অধিনায়ক হরমনপ্রীত কউরের অফ ফর্ম। শুরুর দিতে ৩টি হাফ সেঞ্চুরি করলেও শেষেক দিকে ব্যাটে বড় রান নেই হরমনের। তবে বড় ম্যাচে রান করার রেকর্ড রয়েছে কউরের। বোলিং লাইনে দলকে ভরসা দিচ্ছেন ইজি ওঙ্গ, ন্যাট স্কিভার, হেইলি ম্যাথিউজরা। স্পিন বিভাগে বাংলার সাইকা ইশাক দুরন্ত ফর্মে রয়েছেন। ন্যাট স্কিভার, হেইলি ম্যাথিউজ, অ্যামেলিয়া কের, ইজি ওঙ্গদের মত একাধিক অলরাউন্ড অপশন মুম্বইয়ের প্রধান শক্তি।
অপরদিকে, দিল্লি দলের প্রধান শক্তি হল তারকখোচিত লম্বা ব্যাটিং লাইন। যার দু-এক জন ক্লিক করে গেলেই প্রতিপক্ষেক রাতের ঘুম উড়িয়ে দেওয়ারলজন্য যথেষ্ট। ম্যাগ লেনিং, শেফালি বর্মারা ওপেনিংয়ে দলকে বিধ্বংসী শুরু দিচ্ছেন। পাওয়ার প্লে-তেই ঝড়ের গতিতে রান তুলে মিডিল অর্ডারের উপর চাপ কমানোর চেষ্টা করেন দুজন। তারপর জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, অ্যালাইস ক্যাপসে, জেস জনাসেনরা দলের বড় ভরসা। দিল্লি দলেও মারিজ্যান কাপ, অ্যালাইস ক্যাপসে, জেস জনাসেনদের মত একাধিক ম্যাচ উইনার অলরাউন্ডার রয়েছে। এছাড়া বোলিংয়ে রাধা যাদব, অরুন্ধতি রেড্ডি, শিখা পাণ্ডেরা রয়েছে। সব মিলিয়ে আইপিএলে ছেলেদের দিল্লি দল যেটা ১৫ বছর ধরে করতে পারেনি, তা মেয়েরা প্রথম মরসুমেই করে দেখাতে বদ্ধপরিকর।
আরও পড়ুনঃ ফের সমালোচনা মেসিদের, মার্টিনেজের 'অশ্লীল' পথে হাঁটলেন আর্জেন্টিনার ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা
মুম্বই ব্রাবোন স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি, ভারসাম্য ও গভীরতা বিচার করলেও কাওকে এগিয়ে রাখা খুব কঠিন। মেগা ফাইনালে যেই দল টস জিতবে তাদেরই কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ফাইনালে তুল্যমূল্য লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Wpl 2023