কিন্তু এবার সামনে আসল এরও এক ছবি। যেখানে আর্জেন্টিনার ফুটবলারদের স্ত্রীদেরও একইরকম অশ্লীল ভঙ্গিতে বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে সেলিব্রেশন করতে দেখা যায়। ছিলেন মার্তিনেসের স্ত্রী মান্ডিনহা, জেরোনিমো রুলির বান্ধবী রোসিয়ো সুয়ারেস, মার্কোস আকুনার বান্ধবী জুলিয়া সিলভা, জার্মান পেজেয়ার বান্ধবী অগাস্টিনা বাসকেরানো এবং গুইদো রদ্রিগেসের বান্ধবী ওয়াদা রামন।