Agriculture News: ২০ বিঘা জমিতে লিচু চাষ ! ব্যবসায় নতুন দিশা চাষির
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Agriculture and Farming: নতুন লিচু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ডোমকলের কৃষক হুমায়ুন কবির।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ ও মালদা জেলার আম যেমন বিখ্যাত। ঠিক তেমনই আছে লিচু বিখ্যাত। যদিও আষাঢ় মাসের দ্বিতীয় সপ্তাহ হলেও লিচুর ফলন কম হওয়ার কথা থাকলেও এখন অধিক ফলন লিচুর চাষ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। আর নতুন লিচু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ডোমকলের কৃষক হুমায়ুন কবির।
জানা গিয়েছে, কুড়ি বিঘা জমিতে ফলছে লিচু। দাম ভাল থাকায় রেকর্ড দামে বিক্রি করলেন ডোমকলের এক লিচু চাষি। সেই ফল চলতি মরশুমে বর্তমানে শেষ। আর এই ফলেই প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। গত বছরের তুলনায় বাজারে দর কম থাকলেও চড়া দরে এবছর বিক্রি হল লিচু। গাছে ফলন কম থাকায় বাজারে চাহিদা ছিল প্রচুর। যার ফলে দাম ও ছিল তুলনামূলক বেশি।
advertisement
advertisement
তবে এখন প্রায় কুড়ি বিঘা জমিতে ২০০ লিচু গাছ রয়েছে মুর্শিদাবাদের ডোমকলের পেচেরপাড়ার হুমায়ুন কবিরের। ছ’বছরের পুরোনো গাছ হলেও এবছর শুরু হয়েছিল লিচুর ফলন ধরা। আর প্রথম বছরেই ফলন কম হওয়ায় অখুশি ছিলেন। কিন্তু দাম পেয়ে নিরাশ হননি তিনি।
advertisement
বাজারে কেজি প্রতি বিক্রি হল ১৪০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে, হাজার প্রতি ১৪০০ টাকা পর্যন্ত গড়ে বিক্রি হয়েছিল। লিচু চাষির সহযোগীরা জানান, ঠিক ঠাকভাবে পরিচর্যা করলে ফলন ভাল হবে। তবে অন্যান্য চাষের থেকে এসব ফলে লাভজনক। যার কারনে সব চাষ আবাদ ফেলে লিচুর চারা লাগিয়েছিলেন বছর ছয়েক আগে। এবছর থেকে ফলন শুরু হয়েছে। পরবর্তী বছরে ফলন হলে লাভ হবে বলে জানিয়েছেন লিচু চাষি হুমায়ুন কবীর।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 5:02 PM IST