Adani Hindenburg Case: আদানি-হিন্ডেনবার্গ মামলার বড় খবর! সুপ্রিম কোর্টে ৬ মাস সময় চাইল SEBI
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Adani Hindenburg Case: বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী সেবি এর জন্য ৬ মাস আরও সময় বাড়ানোর আবেদন করেছে
নয়া দিল্লি: শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগের তদন্ত শেষ করতে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছে। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, সেবি এর জন্য ৬ মাস আরও সময় বাড়ানোর আবেদন করেছে। এ জন্য দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সূত্র মারফত জানা গিয়েছে তালিকাভুক্ত, তালিকাভুক্ত না থাকা সংস্থাগুলির সঙ্গে লেনদেন সম্পর্কিত তথ্য সেবি শনিবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। রিপোর্ট অনুসারে, সেবি ২রা মে সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করবে। গত ২ মার্চ এই বিষয়টি নিয়ে তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেবি-কে বলা হয়েছিল তদন্ত চালিয়ে যেতে।
advertisement
advertisement
এছাড়াও, সেবি সাতটি তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে বিশদ এবং নথি চেয়েছে। এর মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অ্যান্ড এসইজেড, আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমার। সেবি জানিয়েছে, তাদের তরফে অনেক নথি চাওয়া হয়েছে। এর মধ্যে ২০০৯-২০১০ এর আগে তালিকাভুক্ত কোম্পানিগুলির ক্ষেত্রে ১২ বছর পর্যন্ত বিশদ বিবরণ রয়েছে।
advertisement
রিপোর্ট অনুযায়ী, হিন্ডেনবার্গ রিপোর্টের আগে এবং পরে আদানি শেয়ারের লেনদেনের উপর ভিত্তি করে সেবি প্রাথমিক ভাবে একটি অনুমানে পৌঁছেছে। এর মধ্যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের নিয়ম, সরাসরি বিদেশি বিনিয়োগের নিয়ম, অভ্যন্তরীণ বাণিজ্য নিয়ম এবং স্বল্প মেয়াদে বিক্রির নিয়মগুলির খুঁটিনাটি রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 7:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Adani Hindenburg Case: আদানি-হিন্ডেনবার্গ মামলার বড় খবর! সুপ্রিম কোর্টে ৬ মাস সময় চাইল SEBI