Crorepati: রাতারাতি 'কোটিপতি'! মাত্র ৩০ টাকা ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা, কপাল খুলে গেল দিনমজুরের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
Crorepati: ভাগ্য বদলে গেল এক নিমেষে। লটারির টিকিট মোড় ঘোরালোএক দিনমজুরের।ভেঙেপড়া টিনের ঘর এবার পাকা তৈরি করতে পারবেন, আশা রাখছেন আজিজার রহমান। মাত্র ৩০ টাকার লটারি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন তিনি।
আলিপুরদুয়ার: ভাগ্য বদলে গেল এক নিমেষে। লটারির টিকিট মোড় ঘোরাল এক দিনমজুরের। ভেঙে পড়া টিনের ঘর এবার পাকা তৈরি করতে পারবেন, আশা রাখছেন আজিজার রহমান। মাত্র ৩০ টাকার লটারি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন তিনি।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২নং অঞ্চলের খগেনহাটের সুরকাও ঘাটপার এলাকার বাসিন্দা আজিজার রহমান।স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান একজন দিনমজুর। কোনওরকমে দিনমজুরির কাজ করে সংসার চালান। সম্প্রতি এক সকালে মাত্র ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেনেন তিনি।
advertisement
advertisement
ভাগ্য এভাবে তাঁর সহায় হবে ভাবেননি তিনি। সেই টিকিটেই প্রথম পুরস্কার পান তিনি, যার ফলে রাতারাতি কোটিপতি হয়ে যান। আজিজার রহমানের পরিবারে রয়েছেন তার বাবা-মা, তিন ভাই এবং স্ত্রী-সন্তান। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিয়ে দিন কাটালেও এই অর্থ তার ও তার পরিবারের জীবন বদলে দিতে চলেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা যায়। শুভেচ্ছার ঢল নামে তার বাড়িতে।
advertisement
এ বিষয়ে আজিজার রহমান জানান, “স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। এতদিন কষ্ট করেও সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এবার হয়তো পরিবারের জন্য ভাল কিছু করতে পারব।পাকা ঘর তৈরি করতে পারব। “স্থানীয় বাসিন্দারাও তার এই ভাগ্য পরিবর্তনে খুশি। তবে তারা চান, তিনি যেন এই অর্থ দিয়ে ভবিষ্যত সুনিশ্চিত করেন।
advertisement
Annanya Dey
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 5:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Crorepati: রাতারাতি 'কোটিপতি'! মাত্র ৩০ টাকা ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা, কপাল খুলে গেল দিনমজুরের
