হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
৯ দিনের মধ্যে এই কাজটি না করলে দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা

৯ দিনের মধ্যে এই কাজটি না করলে দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা

কেন্দ্র সরকারের তরফে দেরিতে আইটিআর ফাইল করার জন্য জরিমানা নেওয়া হবে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা সঙ্কটের জন্য কেন্দ্র সরকার করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়িয়ে দিয়েছে ৷ আইটিআর ফাইল করার আর মাত্র ৯ দিন সময় রয়েছে ৷ করদাতাদের আর দেরি না করে আইটিআর ফাইল করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাতে কোনও ভুল থাকলে সেটি ঠিক করার সময় হাতে থাকে ৷ আইটিআর সময়ে ফাইল না করা হলে তাদের থেকে জরিমানা নেওয়া হতে পারে ৷

আইটিআর দেরিতে ফাইল করলে লোকসানে পড়তে হতে পারে করদাতাদের ৷ আয়কর নিয়ম অনুযায়ী, আইটিআর ফাইল করতে দেরি হলে প্রতি মাসে ১ শতাংশে হিসেবে সুদ দিতে হবে ৷

পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে দেরিতে আইটিআর ফাইল করার জন্য জরিমানা নেওয়া হবে ৷ আর্থিক বছর ২০১৮-১৯ থেকে এই নিয়ম লাগু করা হয়েছে ৷ এই নিয়ম অনুযায়ী, করদাতারা যদি নির্দিষ্ট সময়ের পর অথচ৩১ ডিসেম্বরের আগে আইটিআর ফাইল করেন তাহলে ৫০০০ টাকা লেট ফাইন নেওয়া হবে ৷ আর ৩১ ডিসেম্বরের পর আইটিআর দাখিল করলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে ৷ তবে করদাতার আয় বছরে ৫ লক্ষ টাকার বেশি না হলে তা তার থেকে লেট ফাইন হিসেবে ১০০০ টাকার বেশি না হবে না ৷

Published by:Dolon Chattopadhyay
First published: