বিআরডি মেডিক্য়াল কলেজ মামলা: জামিল পেলেন কাফিল খান

Last Updated:
গোরক্ষপুর: অবশেষে জামিন পেলেন কাফিল খান ৷ আজ বুধবার এলাহাবাদ হাইকোর্ট এই চিকিৎসকের জামিনের আর্জি মঞ্জুর করে ৷
গত বছরের অগস্টে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা যায় বেশ কয়েকজন শিশু ৷ সেই সময় যে চিকিৎসক অক্সিজেনের ব্যবস্থা করে বাকিদের প্রাণ বাঁচিয়েছিলেন, পরে তাঁকেই গ্রেফতার করা হয় ৷ অভিযোগ, এই কাফিল খান হাসপাতালের অক্সিজেন বাইরে বিক্রি করে দিতেন ৷ গত সেপ্টেম্বর থেকে গোরক্ষপুরের জেলই ছিল তাঁর ঠিকানা ৷ সপ্তানখানেক আগে নিজেকে নির্দোষ দাবি করে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছিলেন তিনি ৷
advertisement
সেই চিঠিতে তিনি লেখেন, ‘‘ গত বছরের ১০ অগস্ট তিনি ছুটিতে ছিলেন ৷  শিশুমৃত্যুর খবর পেয়েই একজন চিকিৎসকের হিসেবে দায়িত্ব সামলাতে তিনি হাসপাতালে ছুটে যান ৷  তবে তাঁকেই দোষী সাব্য়স্ত করা  হয় ৷ যেদিন তাঁর বাড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন ৷ সেদিন থেকেই তাঁর জীবন উল্টোপাল্টা হয়ে যায় বলেও চিঠিতে লেখেন ওই চিকিৎসক ৷ আর এই চিঠি সামনে আসার পরেই কাফিলখানের জামিন পাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিআরডি মেডিক্য়াল কলেজ মামলা: জামিল পেলেন কাফিল খান
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement