পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে বিজেপি

Last Updated:
#কলকাতা: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় হিংসা অব্যাহত ৷ চলছে লাঠি-গুলি-বোমা ৷ শাসক এবং বিরোধী দলের কার্যালয়ে চলছে ইটবৃষ্টি ৷ অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধেই ৷ আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের নেতা কর্মীরা ৷ আর এই নিয়েই ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি ৷ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে শুনানি হবে ৷
পঞ্চায়েত ভোট সুষ্ঠভাবে সম্পন্ন করতে হবে ৷ শীর্ষ আদালত এবং সিঙ্গল বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন ৷ কিন্তু নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মানছে না ৷ এই অভিযোগেই ফের হাইকোর্টে গেল পঞ্চায়েত ভোট মামলা ৷ কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার নালিশ করল বিজেপি, কংগ্রেস, সিপিএম-পিডিএসের প্রতিনিধিরা ৷ মূল পঞ্চায়েত মামলার সঙ্গেই যুক্ত করা হবে এই আবেদনগুলি ৷
advertisement
অপরদিকে, মনোনয়ন বিজ্ঞপ্তি ঘিরেও অভিযোগ তোলে বিজেপি । কমিশনকে মেল করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞপ্তিতে মনোনয়ন জমার জায়গার উল্লেখ নেই। কমিশন মেলের উত্তর না দিলে ফের মামলার হুমকিও দেয় বিজেপি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টে বিজেপি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement