Birbhum News: ইউনেস্কোর তরফ থেকে বিজ্ঞপ্তি বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
ইউনেস্কোর তরফ থেকে বিজ্ঞপ্তি এসে পৌঁছাল বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে, নির্দেশিকায় লিখে দিয়েছে কি লেখা হবে ফলকে, তবে সেই বিজ্ঞপ্তিতে নেই কারও নাম।
বীরভূম: বিশ্বভারতীতে ফলক বিতর্কের মাঝেই, এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ঘোষণা হওয়ার পর ফলকে কি বসবে সেই নির্দেশিকা ইউনেস্কোর তরফ থেকে এসে পৌঁছাল বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে।
সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে ফলক বিতর্ক। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের নাম ও পাশাপাশি আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি ফলক বসিয়েছেন বিশ্বভারতী এলাকায়। তবে যার জন্য খ্যাতির চূড়ায় এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম নেই এই ফলকে। আর এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: ভরা রাস্তায় কলেজ ছাত্রীকে একের পর এক কোপ! রক্তাক্ত তরুণীকে বাঁচাতে গিয়ে ক্ষতবিক্ষত দোকানদারও
advertisement
আর এই বিতর্কের মাঝেই এবার ইউনেস্কোর নির্দেশিকা। নির্দেশিকায় তারা লিখে দিয়েছেন যে ফলকে কী লিখতে হবে। যদিও ইউনেস্কোর তরফ থেকে যে নির্দেশিকা এসেছে সেখানেও নেই কারোর নাম। নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামও।
advertisement
শুধু মাত্র লেখা আছে, ফলকে লিখতে হবে \” \”\”বৈস্বিক সংস্কৃতি এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষনার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্য সারনিতে অন্তর্ভুক্ত হয়েছে । এই সারনিতে অন্তভুক্তি শান্তিনিকেতনের বিশ্বজনীন সংস্কৃতিক ও প্রকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে, এবং বিশ্বমানবের স্বার্থে এটির সুরক্ষা অবশ্যক।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 3:48 PM IST