Birbhum News: মাত্র ১৫ টাকায় মিলবে পেটভরা খাবার, আপনার বাড়ির কাছেই... জানতেন না?

Last Updated:

প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ জন মানুষ ১৫ টাকায় খাবার পাবেন এখানে।

+
তোর্ষা

তোর্ষা ফুড ক্যান্টিন,নাম শুনেছেন! মাত্র ১৫ টাকায় সবজি ভাত

বীরভূম: আজকাল বাজার দর যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, তাতে ৫০ টাকাতেও পেটপুরে একবেলা খাবার মেলে না। তবে বীরভূমের মুরারইয়ে মাত্র ১৫ টাকাতেই মিলছে পেটপুরে সবজি ভাত।
একান্ত ব্যক্তিগত চেষ্টায় সাধারণ মানুষের অনুদানে এমনই একটি ক্যান্টিন চালিয়ে আসছেন দীপু মিঞা।  ১৫ অগাস্ট থেকে চলছে এই ক্যান্টিন। যেখানে ৫০ থেকে ৬০ জন এর মতো রান্না করা হয়। মূলত  যাঁরা বেশি টাকা দিয়ে হোটেলে খেতে পারেন না তাদের জন্যই এই ক্যান্টিনয়ের চিন্তা ভাবনা করা হয়েছে বলে তিনি জানান।
বীরভূমের এই তোর্সা ফুড ক্যান্টিনের নাম হয়তো অনেকেই শোনেননি। এটি আসলে মুরারই থানার ঠিক পাশেই। প্রতিদিন এখানে বহু  মানুষ আসেন এবং পেটপুরে খেয়ে যান। সবজি ভাতের সঙ্গে থাকে চাটনিও।
advertisement
advertisement
মূলত যাদের রোজগার প্রায় নেই বললেই চলে, তাঁরাই এখানে খেতে আসেন বলে জানান দীপু। পাশাপাশি তিনি ধন্যবাদ দেন সেই সমস্ত মানুষকে যারা তাকে এই কাজে সহযোগিতা করে চলেছেন।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মাত্র ১৫ টাকায় মিলবে পেটভরা খাবার, আপনার বাড়ির কাছেই... জানতেন না?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement