Birbhum: চারিদিকে আসল সোনা উদ্ধারের মধ্যেই বীরভূমে উদ্ধার নকল সোনা!

Last Updated:

গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানায় উদ্ধার হচ্ছে কোটি কোটি নগদ টাকা, কোটি কোটি টাকার সোনা ইত্যাদি।

#বীরভূম : গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানায় উদ্ধার হচ্ছে কোটি কোটি নগদ টাকা, কোটি কোটি টাকার সোনা ইত্যাদি। তবে এরই মাঝে বীরভূমে উদ্ধার হল ৩০০ টি নকল সোনার কয়েন। এই নকল সোনার কয়েন উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নকল এই সকল সোনার কয়েন মূলত ব্যবহার করা হয়ে থাকে প্রতারণার কাজে। বিভিন্ন সময় সাধারণ মানুষকে ফোন করে মাটির নিচ থেকে সোনার কয়েন পাওয়ার গল্প শুনিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়। এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে বীরভূম জেলা পুলিশ অভিযান চালিয়ে পদক্ষেপ গ্রহণ করে। সেই রকমই অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ৩০০ টি নকল সোনার কয়েন সহ গ্রেফতার করা হয়।
৩০০ টি নকল সোনার কয়েন ছাড়াও একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, চারটি মোবাইল এবং ১১৫০০ টাকা সহ তিনজনকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। ধৃত এই তিনজনের নাম করিম উদ্দিন শেখ, হাসিনুদ্দিন শেখ ও ডালিম শেখ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের মধ্যরাতে রামপুরহাটের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর চাকপাড়া গ্রামের কাছ থেকে গ্রেফতার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! ১৪ নং জাতীয় সড়কে বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ৯!
তারা মোটর বাইকে এই সকল নকল সোনার কয়েন পাচার করছিলেন। তাদের গ্রেফতার করার পাশাপাশি একটি মোটর বাইক আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত এই সকল ব্যক্তিদের বাড়ি লাভপুর থানার অন্তর্গত হাতিয়া এলাকায়। ধৃত তিনজনকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রীতি মেনে বীরভূমে পালিত মহরম
পুলিশের তরফ থেকে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। বিচারক সমস্ত দিক বিচার বিবেচনা করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই নকল সোনার কয়েন এবং আগ্নেয়াস্ত্র কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল!
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: চারিদিকে আসল সোনা উদ্ধারের মধ্যেই বীরভূমে উদ্ধার নকল সোনা!
Next Article
advertisement
North 24 Parganas News: বদলাচ্ছে সকলের প্রিয় বর্তির বিলের চেহারা! ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে পরিযায়ী পাখিদের, জানুন বিশদে
বদলাচ্ছে সকলের প্রিয় বর্তির বিলের চেহারা! ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে পরিযায়ী পাখিদের
  • বর্তির বিলের সৌন্দর্য বাড়াতে আমডাঙা পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে.

  • পর্যটকদের নিরাপত্তার জন্য আমডাঙা থানার তরফে একটি আউট পোস্টও তৈরি করা হয়েছে, যা শীঘ্রই চালু হবে.

  • পরিবেশবান্ধব নয়া পরিকল্পনা ও ৫০ কোটি টাকার বাজেটে সৌন্দর্যায়ন ও উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement