Birbhum: রীতি মেনে বীরভূমে পালিত মহরম

Last Updated:

রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমে পালিত হচ্ছে মহরম। প্রতিবছর এই মহরম পালন করা হয়ে থাকে ইসলামিক বছর বা হিজরী ক্যালেন্ডারের প্রথম মাসে।

#বীরভূম : রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমে পালিত হচ্ছে মহরম। প্রতিবছর এই মহরম পালন করা হয়ে থাকে ইসলামিক বছর বা হিজরী ক্যালেন্ডারের প্রথম মাসে। মহরম উল হারাম বলা হয়ে থাকে মহরমকে। এই দিন খাবার এবং জল ছাড়া মরুভূমিতে পড়েছিলেন হুসেন। এই সুযোগকে কাজে লাগিয়েই তার শত্রু সেনারা হুসেন এবং তার সৈন্য বাহিনীর উপর আক্রমণ করে এবং তাদের নির্মমভাবে হত্যা করে। যে কারণে সংখ্যালঘুদের কাছে এই দিনটি শোকের দিন। বিশ্বের অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের বিভিন্ন জায়গাতেও প্রতিবছর মহরম পালন করা হয়ে থাকে। তবে করোনাকালে গত দু'বছর ধরে সরকারি বিধি নিষেধ জারি থাকার কারণে রীতি থাকলেও সেই ভাবে শোকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায়নি তাদের। চলতি বছর সরকারি এই সকল বিধি নিষেধ উঠে যাওয়ায় বীরভূমের বিভিন্ন প্রান্তে অন্যান্য বছরের মতোই এবছরও পালন করা হয় মহরম।
চলতি বছর মঙ্গলবার সকাল থেকেই বীরভূমের দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট, বোলপুর সহ সব প্রান্তেই বিভিন্ন আস্তানা থেকে দুলদুল ঘোড়া, কারবালা, লাঠিসোটা নিয়ে 'হায় হোসেন হায় হোসেন' করতে করতে বুকে করাঘাত দিয়ে চলছে তাজিয়া নিয়ে শোকযাত্রা।
আরও পড়ুনঃ বৃষ্টির দেখা নেই আকাশে, ঝুঁকি নিয়েই সেচের জলে চাষ শুরু বীরভূমে
অন্যদিকে যাতে এই মহরমকে কেন্দ্র করে কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে অতন্দ্র প্রহরাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মহরমের দিন পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি আগেই জেলার প্রতিটি থানার তরফ থেকে তাদের এলাকার মহরম কমিটির সদস্যদের ডেকে বেশ কিছু বিধি নিষেধ পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাটজানবাজার রেল ওভারব্রিজ নিয়ে সংসদে সরব শতাব্দী রায়,আশার আলো দেখছেন স্থানীয়রা
পাশাপাশি দিন দুয়েক আগে থেকেই সিউড়ি শহরে সিউড়ি থানার পুলিশের তরফ থেকে মোটর বাইকে পুলিশ কর্মীদের নিয়ে শুরু করা হয় তদারকি। পাশাপাশি দুবরাজপুর থানার তরফ থেকে আগেই প্রশাসনিক কর্তাদের নিয়ে মহরমের রুট পরিদর্শন করা হয়।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: রীতি মেনে বীরভূমে পালিত মহরম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement