Birbhum News : ডিসেম্বর জানুয়ারি এলেই বাড়ে পোস্ত চাষ! আগাম লাগাম দিতে প্রশাসনের ব্যবস্থা

Last Updated:

বাঙালীদের পাতে পোস্ত অন্য প্রিয় খাবার হলেও পোস্ত চাষ কিন্তু অবৈধ।

+
title=

#বীরভূম : বাঙালীদের পাতে পোস্ত অন্য প্রিয় খাবার হলেও পোস্ত চাষ কিন্তু অবৈধ। বীরভূমের বেশ কিছু জায়গা যেমন দুবরাজপুর, খয়রাশোল, সিউড়ি ইত্যাদি ব্লকে বছর কয়েক আগেও এই অবৈধ পোস্ত চাষ করতে দেখা যেত। পোস্ত চাষ করে তা থেকে সংগৃহীত আঠা, খোল ইত্যাদি বিপুল দামে বিক্রি করা হয়। কারণ এসব থেকেই তৈরি হয় মাদকদ্রব্য।
চাষীরা অল্প বিনিয়োগ করে অনেক বেশি লাভের মুখ দেখার ফলে পোস্ত চাষের প্রতি তাদের প্রবণতা দেখা যায়। বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাস এলেই এই প্রবণতা বাড়ে। তবে এই চাষ অবৈধ হওয়ার কারণে প্রশাসনিক ভাবে পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়। পোস্ত চাষ করা অবস্থায় কেউ যদি ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জেল হেফাজত হয়ে থাকে।
advertisement
সামনেই ডিসেম্বর মাস আর তার আগে যাতে বীরভূমে পোস্ত চাষ ঠেকানোর জন্য মানুষ সচেতন হন এবং এই চাষ সম্পূর্ণভাবে বন্ধ করা যায়, সেই বিষয়েই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শুরু হল। মঙ্গলবার সিউড়ির ডিআরডিসি হলে পোস্ত চাষের প্রবণতা ঠেকাতে একটি প্রশাসনিক বৈঠক করা হয়। যে প্রশাসনিক বৈঠকে বীরভূম জেলাশাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, আবগারি বিভাগের আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত সদস্যদের সামনে পোস্ত চাষের যে খারাপ দিকগুলি রয়েছে তা তুলে ধরা হয় এবং স্থানীয়দের সচেতন করার বিষয়ে জানানো হয়। কারণ প্রশাসন মনে করছে, পোস্ত চাষ সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য সাধারণ মানুষের সচেতন হওয়া সবচেয়ে জরুরী।
advertisement
advertisement
একসময় বীরভূমের বিভিন্ন জায়গায় পোস্ত চাষের রমরমা দেখা গেলেও বর্তমানে পোস্ত চাষ নেই বললেই চলে। তা সত্ত্বেও এই বিষয়টি নিয়ে প্রশাসন কোনোভাবেই গাফিলতি করতে চাইছে না। এরই পরিপ্রেক্ষিতে এদিনের এই বৈঠক করা হয় এবং আগামী দিনে গ্রামে গ্রামে মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : ডিসেম্বর জানুয়ারি এলেই বাড়ে পোস্ত চাষ! আগাম লাগাম দিতে প্রশাসনের ব্যবস্থা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement