Birbhum News: মহিষে খেল ফসল! এটুকুই দোষ! তার পর? ভাবতেও পারবেন না যা ঘটল
- Published by:Teesta Barman
- local18
Last Updated:
মুরারই থানার অন্তর্গত কামদেব নালা গ্রামের বীরেন কুমার মণ্ডলের সর্ষের জমিতে মহিষের দল নেমেছিল। সেই সময় বীরেন মহিষের হাত থেকে সর্ষে ক্ষেত বাঁচানোর জন্য সেই সকল মহিষদের তাড়িয়ে দেন।
#বীরভূম: মহিষের ফসল খাওয়াকে কেন্দ্র করে চরম বিবাদ! ঘটে গেল প্রাণহানিও! অবিশ্বাস্য এই এমন ঘটনা ঘটে গেল বীরভূমে। এমন নজির বিহীন ঘটনার সাক্ষী থাকল বীরভূমের মুরারই। সোমবার বিকাল বেলায় এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে বীরেন মণ্ডল নামে ৫৬ বছর বয়সি এক ব্যক্তির।
জানা যাচ্ছে, মুরারই থানার অন্তর্গত কামদেব নালা গ্রামের বীরেন কুমার মণ্ডলের সর্ষের জমিতে মহিষের দল নেমেছিল। সেই সময় বীরেন মহিষের হাত থেকে সর্ষে ক্ষেত বাঁচানোর জন্য সেই সকল মহিষদের তাড়িয়ে দেন।
advertisement
advertisement
তারপর ওই মহিষের মালিকদের সঙ্গে বীরেনের বচসা শুরু হয়। তারপরেই অভিযোগ, মহিষের মালিক এবং জমির মালিকদের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলতে চলতে লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হাজির হন মহিষের মালিকরা। তারপরই বীরেন্দ্র কুমার মণ্ডলের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বীরেন ছাড়াও আরও পাঁচ জন আহত হন।
advertisement
গুরুতর আহত অবস্থায় বীরেনকে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে এমন গুরুতর ঘটনা ঘটতে পারে, তা হয়তো অনেকের কাছেই কল্পনাতীত। তবে এই রকমই ঘটনার সাক্ষী থাকল বীরভূমের মুরারই। মঙ্গলবার রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে।
advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস মন্ডল জানিয়েছেন, এমন ঘটনা হামেশাই ঘটে থাকে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যারা এই সকল ঘটনার সঙ্গে যুক্ত তাদের বেশ কয়েকজন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা।
Madhab Das
view commentsLocation :
First Published :
November 28, 2022 11:33 PM IST