হোম /খবর /বীরভূম /
হাজির শতাব্দী রায়, রামপুরহাট মেডিকেল কলেজে উচ্চ পর্যায়ের বৈঠক

Birbhum news: হাজির শতাব্দী রায়, রামপুরহাট মেডিকেল কলেজে উচ্চ পর্যায়ের বৈঠক

X
রামপুরহাট [object Object]

রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে মিলছে না। ক্রমেই বেড়েছে দালাল চক্র। এমনকি মেডিকেল কলেজে আসা রোগীদের পাঠানো হয় বেসরকারি নার্সিংহোমে। এমন নানান অভিযোগ নিয়ে রবিবার রামপুরহাট সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হল।

আরও পড়ুন...
  • Share this:

বীরভূম: রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে মিলছে না। ক্রমেই বেড়েছে দালাল চক্র। এমনকি মেডিকেল কলেজে আসা রোগীদের পাঠানো হয় বেসরকারি নার্সিংহোমে। এমন নানান অভিযোগ নিয়ে রবিবার রামপুরহাট সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হল। এদিন দুপুরের ওই বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, জেলা শাসক বিধান রায় সহ মেডিকেল কলেজের কর্তারা। দীর্ঘক্ষণ ধরে ওই বৈঠক চলে।

ঘটনা হল রামপুরহাট মেডিকেল কলেজে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানান অভিযোগ এসেছে জন প্রতিনিধিদের কাছে। গত রবিবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে সেই নিয়েই সরব হন সাংসদ শতাব্দী রায়৷ এরপরেই সোমবার মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি নিয়ে মহকুমা শাসকের কাছে যান আশিষ বন্দ্যোপাধ্যায়। এরপরেই এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈঠকের ডাক দেওয়া হয়। এরপরেই এদিন ওই বৈঠক হল।

আরও পড়ুন –  Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সময় খারাপ, এবার এল ‘এই’ বড় খবর

তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, শতাব্দী রায়ের কাছে এক রোগী রামপুরহাট মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার জন্য সুপার এবং সহকারী সুপারকে ফোন করেন। কিন্তু তারপরেও একই অভিযোগ আসে। তিনি পুনরায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ফোন করেন। কিন্তু সদুত্তর পান নি। এরপরেই বিষয়টি নিয়ে সরব হন সাংসদ।

এদিনের বৈঠক নিয়ে শতাব্দী রায় সংবাদমাধ্যমের কাছে বলেন, ” আমার অনুমোদনের পরও যদি এই অবস্থা হয়। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সেই উত্তর দিতে হবে।আর যা যা সমস্যা আছে সেই নিয়ে আলোচনা করেছি। প্রতি দু’মাস অন্তর আমরা এই নিয়ে রিভিউ মিটিং করব।” ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, ” দালাল চক্র সম্পূর্ণভাবে ভাঙতে হবে এবং এর উৎস খুঁজে বের করতে হবে। বৈঠকে নানান সমাধান সূত্র পাওয়া গিয়েছে।”

Subhadip Pal

Published by:Debalina Datta
First published:

Tags: Birbhum, Suri