Panchayat Election 2023: আইএসএফ প্রার্থীকে মনোনয়নে বাধা, অভিযুক্তের দাবি, 'একসঙ্গেই তৃণমূল করি আমরা!'

Last Updated:

তৃণমূলের দাবি গোটাটাই ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা বাবু সেখ বলেন, আমরা একসঙ্গে তৃণমূল করি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল

+
title=

বীরভূম: আইএসএফ প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে গেলে আইএসএফ প্রার্থীর সাবিরুল শেখ’কে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর জামা ছিড়ে দেওয়া হয়। মনোনয়নপত্র’ও ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। বীরভূমের মুরারইয়ের ঘটনা।
বুধবার সকালে মুরারই-১ বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আইএসএফ-র অভিযোগ, ডুমুর গ্রাম পঞ্চায়েতে তাদের প্রার্থী সাবিরুল শেখ এদিন সকালে মুরার‌ই-১ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে এলে তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। প্রথমে পথ আটকানো হয়। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকায় মারমুখী হয়ে ওঠে শাসকদলের লোকজন, এমনই অভিযোগ নওশাদ সিদ্দিকির দলের। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় সাবিরুলকে মারধর করে তৃণমূলের কর্মীরা। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়, কুচি কুচি করে ছিঁড়ে ফেলা হয় মনোনয়নপত্র।
advertisement
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকরা। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে আক্রান্ত আইএসএফ কর্মী সাবিরুল শেখ বলেন, তৃণমূল আমার প্রার্থী হওয়া আটকানোর চেষ্টা করেছে। যদিও এত সহজে হাল ছাড়ব না। অন্যদিকে তৃণমূলের দাবি গোটাটাই ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা বাবু সেখ বলেন, আমরা একসঙ্গে তৃণমূল করি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল বলে এসেছিল। ওঁকে মারধর করা হয়নি। এটা আমাদের বন্ধুবান্ধবের ব্যাপার।
advertisement
শুভদীপ পাল
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Panchayat Election 2023: আইএসএফ প্রার্থীকে মনোনয়নে বাধা, অভিযুক্তের দাবি, 'একসঙ্গেই তৃণমূল করি আমরা!'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement