বীরভূম: ভোজ্য তেল এবং অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। চপের দাম দেখতে দেখতে দাঁড়িয়েছে ৭ টাকা থেকে ১০টাকায়। আবার কোথাও কোথাও ৭ টাকা, কোথাও আবার ১০ টাকায় বিক্রি হচ্ছে চপ। তবে বীরভূমের কোমা গ্রামে চপ এখনো পাওয়া যায় মাত্র ১ টাকাতেই।
আলু, তেল,মশলা ইত্যাদির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মূল্যবৃদ্ধিকে তোয়াক্কা না করেই সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের দিলীপ দে নামে এক চপ ব্যবসায়ী বছরের পর বছর ধরে মাত্র ১ টাকাতেই চপ বিক্রি করে আসছেন। এই বর্তমান বাজারে ১ টাকায় চপ পাওয়া যায় কথা শুনে অনেকেই হতবাক হয়ে যান এবং চপের স্বাদ নিতে ছুটে চলে যান দিলীপবাবুর দোকানে।
আরও পড়ুন - Birbhum News: অভিযুক্ত ছেলের হয়ে আদালতে প্রক্সি হাজিরা! স্নেহ বিগলিত বাবাকে গ্রেফতারের নির্দেশ বিচারকের
এই প্রসঙ্গে বীরভূমের দিলীপবাবুর কথায়, “আমার লাভ করাটা মূল লক্ষ্য নয়,আমার লক্ষ্য হলো মানুষকে খাওয়ানো।’’ তিনি আরও জানিয়েছেন, "আমাদের এই গ্রামের অধিকাংশ মানুষ চাষবাসের উপর নির্ভরশীল। কেউ কেউ বাইরে শ্রমিকের কাজ করতে যান। যে কারণে প্রত্যেকেরই আর্থিক অবস্থা সঙ্কটজনক। তাই এই সকল মানুষদের কথা ভেবে আমি দীর্ঘ ২৫ বছর ধরে মাত্র ১ টাকাতেই চপ বিক্রি করে আসছি।’’
দিলীপবাবু আরও জানান, “আমার মা ১ টাকায় চপ বিক্রি করার নির্দেশ দেন। মানুষকে খাওয়াতে বলেন। আর সেই কথা মতোই আমি এখনও এই ১ টাকাতেই চপ বিক্রি করে চলেছি।” এই ১ টাকায় চপ পেয়ে খুশি খাদ্যরসিক ক্রেতারা৷
Soutik Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।