Midnapore News: খুলল সরকারি মূল্যের চপের দোকান ! ৫ টাকার চপ খেলেই বিশাল আয়! জানুন

Last Updated:

Midnapore News: চপ শিল্প! অনেক দিন ধরেই চর্চায়। এবার সরকারি দোকান থেকে খান ৫ টাকার চপ! সঙ্গে কী পাচ্ছেন জেনে নিন

+
সরকারি

সরকারি উদ্যোগে চপ দোকান 

#পশ্চিম মেদিনীপুর: কদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর এবং ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ শিল্পের কথা ঘোষণা করেছিলেন। আর সেই কথা মাথায় রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে খুললো সরকারি চপ দোকান। তবে শুধু চপ নয় সঙ্গে রয়েছে পাঁপড়, বেগুনি, পিঁয়াজি সমেত নানা রকম তেলেভাজা। বাজারের থেকে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে এই তেলে ভাজা। মূল্য ধার্য করা হয়েছে ৫ টাকা। আর যা কিনতে প্রতিদিন লাইন লাগছে চপ দোকানে। উল্ল্যখ্য ডিসেম্বর মাসের প্রথম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলপতিপুর এলাকায় CADC তে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শুরু করেছে তেলে ভাজার দোকান। যেখানে ৪০ জন মহিলাকে রোটেশন করে কাজ করানো হবে। ৩-৪ ঘণ্টার পরিশ্রমে ১০০ টাকা ধার্য করা হয়েছে প্রতিদিন।
যাবতীয় মালপত্র সরকারি ভাবে কিনে দেওয়া হচ্ছে। গোষ্ঠীর মহিলারা শুধু তেলেভাজা তৈরি আর বিক্রি করবে। প্রতিদিন প্রায় ৩০০-৫০০ গড়ে তেলেভাজা বিক্রি হচ্ছে। বিল দেওয়া হচ্ছে সরকারি ভাবে। প্রতিদিন ব্যবসায় যথেষ্ট লাভ পাচ্ছে বলে দাবী CADC অধিকর্তার।
আর সরকারি মূল্যের চপ খেয়ে বেজায় খুশি খদ্দেররা। সংঘের মহিলারা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হওয়া এই দোকানে কাজ করে খুবই খুশি তারা। আগামী দিনে আরও বড় করে বিভিন্ন জিনিসপত্র রেখে বড় ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাদের। যেখানে আগামী দিনে অন্যান্য খাওয়ার জিনিসপত্র থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পাওয়া যাবে বলে দাবী CADC অধিকর্তা অভিজিৎ নন্দীর।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: খুলল সরকারি মূল্যের চপের দোকান ! ৫ টাকার চপ খেলেই বিশাল আয়! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement