বীরভূম: উচ্চ মাধ্যমিকের শুরুতেই মানবিক মুখ পুলিশের । ভুল করে অন্য পরীক্ষাকেন্দ্রে আসা দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে তাদের সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলো বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ ।মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ পরীক্ষার প্রথম দিন , কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই বীরভূমের দুবরাজপুরে দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী ভুল করে পরীক্ষা দিতে পৌঁছায় তাদের নিজেদের বিদ্যালয়ে ।
ওই পরীক্ষার্থীর মধ্যে একজন ভুল করে নিজের স্কুলে পরীক্ষা দিতে পৌছালে বিদ্যালয়ের শিক্ষিকার নজরে আসে সেই ঘটনা , ওই শিক্ষিকা তাকে তড়িঘড়ি তাদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র দুবরাজপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দেন । কিন্তু হাতে সময় কম , কিছুক্ষনের মধ্যেই শুরু হবে পরীক্ষা , চিন্তায় পড়ে যায় পরীক্ষার্থী।
আরও পড়ুন - Weather Alert: আজ থেকে জেলায় জেলায় কালবৈশাখীর ‘চড়াম-চড়াম’, আপনার শহর-জেলায় কখন তাণ্ডব
সেই মুহুর্তে সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা , ছিলো সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা । সঙ্গে সঙ্গে দুবরাজপুর থানার ওসি নিজের গাড়ি করে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ।
আরও পড়ুন - Discount on Rail Ticket: ট্রেনে ফের কি মিলবে সিনিয়র সিটিজেনদের জন্য ছাড়, বড় প্রস্তুতি শুরু
তার ঠিক মিনিট দশের মধ্যে আরো এক পরীক্ষার্থী ছাত্রী ভুল করে পরীক্ষা দিতে অন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বিভ্রান্ত হয় । তারও এই বিষয়টি নজরে আসে পুলিশের । ওই ছাত্রীর সঠিক পরীক্ষা কেন্দ্র জেনে শেষ মুহূর্তে তাকে নিজের পরীক্ষা পৌছে দেয় এক সিভিক ভলেন্টিয়ার । এই ঘটনায় অভিভাবকরা বলেন , এডমিট কার্ডে পরিক্ষার সেন্টারের নাম উল্লেখ না থাকায় পরীক্ষার্থীদের মধ্যে এই সমস্যা হয়েছে । কেও কেও মনে করছেন , পরীক্ষার অত্যাধিক মানসিক চাপের জন্যই ছাত্রীদের এই ভুল । অন্য দিকে বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত বড়রা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থী সাথে আনতে ভুলে যাই এডমিট কার্ড । পরীক্ষার্থী সেই কথা পুলিশ কর্মীদের জানাতেই , সাথে সাথেই অতি তৎপরতার সাথে ওই ছাত্রীর বাড়ি থেকে এডমিট কার্ড আনার ব্যবস্থা করেন কাকরতলা থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।