Birbhum News | Lottery News : কোটি টাকার লটারি জিতলো কে? কোটিপতির খোঁজে টিকিট বিক্রেতা! টাকা জিতেও হুস নেই!

Last Updated:

Birbhum News | Lottery News :  বীরভূমের নলহাটিতে এমন এক ঘটনা ঘটল যা রীতিমতো শোরগোল ফেলেছে রাজ্যে। টাকা জিতেও খোঁজে নেই মালিকের! গোটা ঘটনা অবাক করবে!

লটারি বিক্রেতা
লটারি বিক্রেতা
#বীরভূম : রাজ্যের বিভিন্ন জায়গায় লটারির টিকিট কিনে কোটিপতি হচ্ছেন টিকিট প্রেমীরা। কোটি টাকার জেতার সঙ্গে সঙ্গেই দেখা যায়, ক্রেতাকে নিরাপত্তার জন্য থানায় দৌঁড়াতে অথবা আনন্দে আত্মহারা হতে। তবে এসবের মধ্যে বীরভূমের নলহাটিতে এমন এক ঘটনা ঘটল যা রীতিমতো শোরগোল ফেলেছে রাজ্যে।
বীরভূমের নলহাটির তিন নম্বর ওয়ার্ডের বিধুপাড়ার এক টিকিট বিক্রেতা কাবির আনসারী গত শনিবার একটি টিকিট বিক্রি করেন, যার নম্বর হল 43L62895। শনিবার রাতে খেলাটি ফলাফল বের হলে দেখা যায় ওই টিকিটে এক কোটি টাকা পুরস্কার এসেছে। টিকিটে এক কোটি টাকা পুরস্কার জেতার খবর জানতে পেরেই কাবীর আনসারী নিজের দোকান ফুলের মালা দিয়ে সাজিয়েছেন। কিন্তু ওই টিকিট যিনি কিনেছিলেন অর্থাৎ যিনি রাতারাতি কোটিপতি হয়েছেন তার কোনও খোঁজ পাওয়া যায়নি। কাবীর আনসারীর কথা অনুযায়ী, তার দোকান থেকেই এই টিকিট বিক্রি হয়েছে তবে কে ওই টিকিট কিনেছিলেন তা তার মনে নেই। তবে ক্রেতা এখনও পর্যন্ত তার দোকানে আসেননি পুরস্কারের টাকা নেওয়ার জন্য।
advertisement
স্বাভাবিকভাবেই যখন লটারির টিকিটে কোটি টাকা জেতার পর জয়ী ক্রেতাকে নিয়ে হলুস্থুল কাণ্ড বেঁধে যায় সেই জায়গায় এমন কোটিপতি ক্রেতাকে খুঁজে না পেয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। তবে সে যাই হোক কবীর আনসারীর দোকান থেকে ওই লটারির টিকিট বিক্রি হওয়ার কারণে তার যে প্রাপ্য অর্থাৎ কমিশন বাবদ এক লক্ষ টাকা, তা তিনি পাবেন। জয়ী ব্যক্তি যেখানেই টিকিটের টাকা ক্লেম করুন না কেন অথবা ক্লেম না করলেও কমিশনের টাকা কাবির আনসারী পাবেন।
advertisement
advertisement
কাবির আনসারী জানিয়েছেন, আসলে গোটা টিকিট বিক্রি হয়নি। যিনি এই টিকিট কিনেছিলেন তিনি তা বেছে কিনে ছিলেন। যে কারণে তিনি মনে করতে পারছেন না কোন ব্যক্তি এই টিকিট কিনেছিলেন। তবে তার দোকান থেকে এইভাবে প্রথম পুরস্কার উঠে আসার কারণে তার স্বপ্নপূরণ হয়েছে বলেও জানিয়েছেন। তার কথা অনুযায়ী, বিভিন্ন সময় তার দোকান থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছেন টিকিট ক্রেতারা। তবে এই প্রথম কোটি টাকার পুরস্কার লাগল এবং তারপরেই তিনি দোকান ফুলের মালা দিয়ে সাজিয়েছেন।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News | Lottery News : কোটি টাকার লটারি জিতলো কে? কোটিপতির খোঁজে টিকিট বিক্রেতা! টাকা জিতেও হুস নেই!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement