Birbhum News: খবরদার! রামপুরহাটে ভুলেও করবেন না ‘এই’ কাজ, আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে
- Published by:Salmali Das
Last Updated:
Birbhum News: রামপুরহাটবাসী হয়ে এই কাজ করলে সর্বনাশ। তাহলে আপনিও সচেতন হয়ে যান। অন্যথা পড়তে হতে পারে বড়সড় জরিমানার মুখে।
বীরভূম: রামপুরহাটবাসী হয়ে এই কাজ করলে সর্বনাশ। তাহলে আপনিও সচেতন হয়ে যান। অন্যথা পড়তে হতে পারে বড়সড় জরিমানার মুখে। কারণ সোমবার থেকেই পুলিশকে সঙ্গে নিয়ে রামপুরহাট পুর কর্তৃপক্ষ অভিযান শুরু করেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট পুর এলাকায় অনেকে টুলু পাম্পের সাহায্যে পুরসভার পানীয় জলের লাইন থেকে সরাসরি বাড়িতে জল তুলে নিচ্ছেন।
এই কর্মকান্ড রুখতেই অভিযানে নেমেছে পুরসভা। সোমবার পুরসভার পক্ষ থেকে শহরের একাধিক জায়গায় অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় একাধিক টুলু পাম্প। পাশাপাশি যে সমস্ত বাসিন্দারা ওই অপরাধ করেছেন তাঁদের জলের লাইনও কেটে দেওয়া হয় এদিন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন কেবল জলের লাইন কাটা হয়েছে। তবে অবৈধভাবে পাম্প লাগিয়ে যাঁরা জল নেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এক্তিয়ারও রয়েছে পুরসভার। এমনকী সংশ্লিষ্ট ব্যক্তিকে মোটা টাকার জরিমানার মুখেও পড়তে হতে পারে।
advertisement
advertisement
এই নিয়ে পুরসভার ওয়াটার সাপ্লাইয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডালটন চট্টোপাধ্যায় বলেন, ‘যাঁরা অবৈধভাবে জল তুলে নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে অভিযানে নেমেছি আমরা। ওঁরা টুলু পাম্পের সাহায্যে জল তুলে নেওয়ায় জন্য অন্যান্য জায়গায় জল সঙ্কট হচ্ছে।’
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 3:50 PM IST