Birbhum News: মাঠের আলু বাঁচাতে চাষিরা অস্থায়ী ত্রিপল টাঙিয়ে পরিস্থিতি সামাল দিতে মরিয়া
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
আলু চাষের শুরু থেকে অকালবৃষ্টি, অতিরিক্ত কুয়াশা আবহাওয়া ঘন পরিবর্তন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বীরভূম : আলু বাঁচাতে মাঠের মধ্যে প্যান্ডেল খাটাচ্ছেন চাষিরা। কারণ আলু চাষের শুরু থেকে অকাল বৃষ্টি, অতিরিক্ত কুয়াশা, আবহাওয়ার ঘনঘন পরিবর্তন। তাতে আলুর উৎপাদন কমেছে। ফলে যেটুকু আলু মাঠ থেকে তোলা গিয়েছে তা বাঁচিয়ে রাখতে মাঠের মধ্যে অস্থায়ী প্যান্ডেল করছে চাষিরা। জেলা উপ কৃষি অধিকর্তা শিবনাথ ঘোষ বলেন, “মাঠ থেকে তুলেই হিমঘরে আলু রাখাটা ক্ষতিকর। তাই পেশাদার কৃষকরা হয় প্যান্ডেল খাটায় কিংবা খড়ের পলে আলু ঢেকে রাখে। ময়ূরেশ্বরে বড় বড় আলু চাষিরা সেটাই করছে।” প্রতি মাসে নিয়ম করে বৃষ্টি। নয় মেঘলা আবহাওয়া। চরম ক্ষতি হয়েছে আলু চাষে। চাষি ফসল বাঁচাতে তৎপরতা দেখিয়েছে। এমনিতেই নিম্নচাপের বৃষ্টির জেরে মাটিতে জলের পরিমাণ বেশি থাকায় দেরি করে আলু চাষ শুরু হয়েছে। মাটির তলায় আলু ধরার সময় গত মাসে লাগাতার মেঘলা আবহাওয়া ক্ষতি করেছে আলু, মসুর, সরষে সহ সব ধরনের তৈলবীজের।
ধসা রোগ থেকে বাঁচতে ছত্রাক নাশক ওষুধ স্প্রে করে কিছুটা রক্ষা করতে পেরেছিল চাষিরা। জেলা কৃষি দফতরের হিসাবে জেলায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আলু রোপন করা হয়েছিল। সাঁইথিয়া হরিসরার মিহির মণ্ডল, রবি হাঁসদা, সুকুমার দত্তরা বলেন, আবহাওয়ার এমন পরিস্থিতি যে এবার আলুর অর্ধেক ফলন হল। তার সঙ্গে মার্চের দ্বিতীয় সপ্তাহে আচমকা মেঘ, সঙ্গে চড়া রোদ। তাঁদের দাবি, এ বছর আলু চাষে বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা করে খরচহয়েছে। ভবানীপুর, মোনাই, ললিয়াপুর, কেশবপুর, নারাণঘাঁটি-সহ ময়ূরেশ্বরের বিস্তৃর্ণ এলাকার আলু চাষিরা চিন্তায় পড়েছেন।
advertisement
advertisement
চাষিরা জানান, যেখানে অনান্য বছর প্রতি বিঘায় কমপক্ষে চার কুইন্টাল আলুর ফলন হয়, সেখানে এবার দু’কুইন্টালও হচ্ছে না। কাঁচা অবস্থায় আলু তুলে তা হিমঘরে রাখা যাচ্ছে না। রাখলে তা পচে যাবে।এদিকে কৃষক গৌতম গড়াই,তরুণ মণ্ডলরা জানান, আলু কম হওয়ায় তা মাঠ থেকে চুরি হচ্ছে। উল্লেখ্য, বীরভূম জেলা জুড়ে ১৭টি হিমঘরে মার্চের মাঝামাঝি সময়ে চাষিদের আলুতে ভরে যায়। কিন্তু সেখানেও পর্যাপ্ত পরিমাণ আলু আসছে না।
advertisement
হিমঘর মালিকরা জানান, হিমঘর ভরতে তাঁদের উত্তরবঙ্গ থেকে আলু নিয়ে আসতে হবে। বাজারে আলুর দর চড়ছে। আবার সরাসরি মাঠ থেকে আলু তুলে হিমঘরে রাখা যাচ্ছে না। এদিকে বৃষ্টির পূর্বাভাষ।
আরও খবর পড়তে ফলো করুন
আলুতে জল পেলে তা পচে যাবে।তাই মাঠের মধ্যেই ত্রিপল দিয়ে প্যান্ডেল খাটিয়ে আলু রক্ষার শেষ চেষ্টা চলছে।
advertisement
সৌভিক রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2024 2:46 PM IST