Durga puja 2023: প্লাস্টিক বোতল ও ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে বার্তা পুজোর থিমে

Last Updated:

Durga Puja 2023 : প্লাস্টিকের ব্যবহারের ফলে নদীর আকার দিন দিন ছোট হচ্ছে। অনাবৃষ্টির কারণে চাষিরা আত্মহত্যা পর্যন্ত করছেন অনেক জায়গায়। সেই সমস্ত কথা মাথায় রেখে পরিবেশ রক্ষায় তাদের এই ভাবনা।

+
পুজোর

পুজোর থিমের কাজ চূড়ান্ত পর্যায়ে

বীরভূম: পুজো মানেই বাঙালির আবেগ,অপেক্ষার আর মাত্র চার দিন। আর এই আবেগকে কাজে লাগিয়ে অনেক পুজো কমিটি বিভিন্ন থিমের মাধ্যমে সমাজে বেশ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে থাকে। বীরভূমের বিভিন্ন পুজো কমিটি এরকমই বিভিন্ন রকমের নতুনত্ব থিমের ভাবনা নিয়ে হাজির হয়েছে। মল্লারপুরের বায়না ধর্মরাজ ক্লাব তাদের পূজোর থিম বেছে নিয়েছে ‘দহন ‘। পরিবেশ রক্ষায় তাদের এবারের এই থিম।
মূলত দিন দিন যেভাবে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে তাতে নষ্ট হচ্ছে পরিবেশ। প্লাস্টিকের ব্যবহারের ফলে নদীর আকার দিন দিন ছোট হচ্ছে। অনাবৃষ্টির কারণে চাষিরা আত্মহত্যা পর্যন্ত করছেন অনেক জায়গায়। সেই সমস্ত কথা মাথায় রেখে পরিবেশ রক্ষায় তাদের এই ভাবনা। 
আরও পড়ুন: এ যেন ইরানের মাখুনিক গ্রাম! ‘ছোট’ মানুষরা উঠে এল পুজোর থিমে
মোট আট থেকে নয় লক্ষ টাকা খরচে পুজোর থিম গড়ে তোলা হচ্ছে। মণ্ডপে প্লাস্টিকের বোতল ও ক্যারিব্যাগ এর তৈরি সমস্যার কথা দুলে ধরা হয়েছে বোতল ও এই ক্যারিব্যাগের মাধ্যমেই। অভিনব পদ্ধতিতে এি বার্তা মানুষের মন কাড়বে বলেই আশা করছেন কমিটির কর্মকর্তারা। পুরো মণ্ডপ সজ্জায় পরিবেশ রক্ষার বার্তা হচ্ছে এখানে।
advertisement
advertisement
আরও পড়ুন: আট বছরের সুপ্রিয় দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাল সবাইকে
বীরভূমের এই পুজো দেখতে প্রত্যেক বছরই হাজার হাজার মানুষের ভিড় জমান। পরিবেশ সচেতনতায় কোনও না কোনও থিম প্রায় প্রতি বছরই করে থাকে এই ক্লাব। এই পুজো দেখতে জেলার বাইরে ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসেন এখানে। এবছর পুজো 63 তম বর্ষে পড়ল।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Durga puja 2023: প্লাস্টিক বোতল ও ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে বার্তা পুজোর থিমে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement