Anubrata Mondal: ১৩১ দিন পর বীরভূমে পা রাখলেন অনুব্রত মণ্ডল
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
Birbhum News এদিন সকালে দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে আনার সময় যেমন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো
#বীরভূম: গত আগস্ট মাসের ১১ তারিখ রাখি পূর্ণিমার দিন শেষবার বীরভূম ছেড়েছিলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেদিন তাকে তার নিচু পট্টির বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা গ্রেফতার করেন। গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং আসানসোল আদালতে তোলা হয়। এরপর আর তিনি বীরভূমের মাটিতে পা রাখতে পারেননি। যতবার আদালতে তাকে তোলা হয়েছে এবং তার আইনজীবীদের তরফ থেকে জামিনের জন্য আবেদন জানানো হয়েছে ততবারই বিভিন্ন তথ্য খাড়া করে সিবিআইয়ের আইনজীবীরা তার বিরোধিতা করেন। আর সেই বিরোধিতাই জামিন মঞ্জুর হয়নি অনুব্রত মণ্ডলের। জামিন মঞ্জুর না হওয়াই বীরভূমের মাটিতেও তার পা রাখা সম্ভব হয়নি।
আরও পড়ুন Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে
অন্যদিকে ইডির তরফ থেকে গরু পাচার কাণ্ডে আর্থিক দুর্নীতির মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তোড়জোড় শুরু করে। এর বিরোধিতা করে দিল্লির রাউস অ্যাভিনিউ বিশেষ আদালতে সোমবার জানানো হয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাবার ক্ষেত্রে কোন বাধা নেই ইডির। সোমবার দিল্লির বিশেষ আদালতের তরফ থেকে এমন রায় দেওয়া হলেও তৎক্ষণাৎ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ জেলের নিয়ম অনুযায়ী বিকাল পাঁচটার সময় শেষ কাউন্টিং হয় এবং তারপর আর কাউকে বাইরে বের করা হয় না। এরপরই জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ২০১৪ সালের একটি খুনের মামলায় দুবরাজপুর থানায় নতুন করে অভিযোগ দায়ের হয়। আবার জানা যাচ্ছে শিব শংকর মণ্ডল নামে এক তৃণমূল কর্মী তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন। কারণ হিসাবে জানিয়েছেন, একুশে নির্বাচনের আগে তিনি নাকি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন এবং সেই সময় তাকে দুবরাজপুরে ডেকে তার গলা টিপে ধরেন অনুব্রত মণ্ডল। সেই অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার তাকে আদালতে পেশ করতে বীরভূমে আনা হয়। পুরাতন এই মামলার জেরে ফের একবার বীরভূমে পা রাখার সুযোগ পেলেন অনুব্রত মণ্ডল।
advertisement
আরও পড়ুন Purulia News : মাঠ পাল্টাতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা!
এদিন সকালে দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে আনার সময় যেমন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো সেই রকমই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল আদালত চত্বরে। তবে তাকে আদালতে তোলার সময় বারবার তার শরীর কেমন রয়েছে তা জিজ্ঞাসা করা হলেও তিনি টু শব্দটুকু করেননি।
advertisement
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
December 20, 2022 11:17 AM IST