Birbhum News: একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন পুলিশ মা!

Last Updated:

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে সাড়া ফেলে দিলেন পুলিশকর্মী মা বিনীতা ঘোষ

+
title=

বীরভূম: একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন পুলিশকর্মী মা! সাড়া ফেলে দেওয়া ঘটনাটি বীরভূমের বোলপুরের। শান্তিনিকেতন থানার পুলিশ কর্মী বিনীতা ঘোষ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তার মধ্যে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও তিন সন্তানই সুস্থ আছে।
বোলপুরের একটি বেসরকারি হাসপাতাল একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন বিনীতা৷ তাঁর স্বামী সব্যসাচী ঘোষ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। তিনি বর্তমানে নাগাল্যান্ডে দেশের সীমান্ত রক্ষার কাজ করছেন। স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ায় খুশি সব্যসাচীবাবুও। খুশি বোলপুরের ঘোষ পরিবারের সকল সদস্য।
ওই পুলিশকর্মীর পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিনীতা ঘোষ। চিকিৎসক সাকিনা খাতুন প্রসব করান। মঙ্গলবার সকালে এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দেন তিনি৷ দুই পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের ওজন হয় যথাক্রমে ২৫০০ গ্রাম, ২৪০০ গ্রাম ও ২০০০ গ্রাম। এক সঙ্গে ৩ সন্তানের জন্ম দেওয়ায় খুশির হাওয়া বোলপুরের ঘোষ পরিবারের৷ যদিও, এর আগে বিনীতা ও সব্যসাচীর ৫ বছরের একটি কন্যা সন্তান আছে৷
advertisement
advertisement
স্ত্রী তিন সন্তানের জন্ম দেওয়ায় খুশি সব্যসাচীবাবু বলেন, "খুব খুশি হয়েছি আমরা৷ ঈশ্বরের আর্শিবাদে এক সঙ্গে তিনজনকে পেয়েছি৷ পরিবারের সবাই খুব খুশি৷"
ওই বেসরকারি হাসপাতালের কর্ণধার চিকিৎসক শ্যামল রক্ষিত বলেন, "এই অপারেশন একটু জটিল ছিল ৷ তবে অন্তঃসত্ত্বা মাকে যা যা নিয়ম মেনে চলতে বলা হয়েছিল উনি তাই করেছেন৷ তিন সন্তানই সুস্থ আছে৷ মাও ভালো আছেন৷ আমরা তাও চিকিৎসার মধ্যেই রেখেছি৷"
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন পুলিশ মা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement