Panchayat Election 2023: অশান্তি এতোটুকু ছুঁলো না, শুনশান বুথে চুপচাপ বসে থাকলেন ভোট কর্মীরা
- Published by:kaustav bhowmick
- local18
Last Updated:
সেতু সংস্কার না হওয়ায় বিধানসভা নির্বাচনের পর পঞ্চায়েত ভোটও বয়কট করল বাঁকুড়ার জামথোল গ্রামের মানুষ
বাঁকুড়া: ভোটগ্রহণের সময় ছিল বিকেল পাঁচটা পর্যন্ত। কিন্তু তার মধ্যে একটাও ভোট পড়ল না বাঁকুড়ার জামথোল গ্রামে। একুশের বিধানসভা নির্বাচনেও এই গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করেছিলেন। তেইশের পঞ্চায়েত নির্বাচনেও তারা কেউ ভোট দিলেন না। ভগ্নপ্রায় সেতুর সংস্কারের দাবিতে পরপর দুটি নির্বাচনে ভোট বয়কট করলেন এই গ্রামের মানুষ।
এদিন সকাল থেকেই শুনশান ছিল জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ নম্বর বুথ। গত বিধানসভা নির্বাচনেও একই অবস্থা দেখা গিয়েছিল এখানে। গ্রামবাসীদের পরিষ্কার দাবি, যতক্ষণ না ভগ্নপ্রায় সেতু সংস্কার হচ্ছে ততক্ষণ তাঁরা কোনও নির্বাচনে ভোট দেবেন না। কারণ গর্ভবতী মহিলা অথবা বৃদ্ধ মানুষদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। সূর্য ডুবলেই ঘুরঘুটে অন্ধকারে ঢুবে যায় গোটা সেতু। এই বিপজ্জনক সেতু পার হতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে বলে গ্রামবাসীদের অভিযোগ।
advertisement
advertisement
এই বুথে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী অভিজিৎ মুর্মু। কিন্তু পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী থাকলেও ভোট দিলেন না গ্রামের কেউ। সকাল সাতটা থেকেই প্রিসাইডিং অফিসার সহ পোলিং এজেন্টরা ব্যালট পেপার, ব্যালট বক্স সাজিয়ে বসে থাকলেও একজনও ভোটারের দেখা পাওয়া গেল না। এদিকে এই বুথে নিরাপত্তা ছিল যথেষ্ট। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। শুনশান বুথের সামনে দাঁড়িয়ে এক গ্রামবাসী বললেন, আগে সেতু হবে তারপর আবার ভোট।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 6:45 PM IST