East Medinipur News: ছাপ্পা ঠেকাতে না পেরে বিজেপির নেতৃত্বে পথ অবরোধ RSP, SUC-এর

Last Updated:

তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিজেপির নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধে শামিল হল আরএসপি-এস‌ইউসিআই'ও

পূর্ব মেদিনীপুর: বুথে দেদার ছাপ্পা ঠেকাতে না পেরে রাজ্য সড়ক অবরোধ বিরোধীদের। বিজেপি প্রার্থীর নেতৃত্বে তমলুকে রাজ্য সড়ক অবরোধে অংশ নিল আরএসপি, এসইউসির প্রার্থী সহ নেতাকর্মীরা। অবরোধ তুলতে এসে বিরোধীদের হাতে আক্রান্ত পুলিশ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। শনিবার সকাল থেকেই নরমে গরমে ভোট হচ্ছে এখানকার বিভিন্ন এলাকায়। কিন্তু দুপুরের পর হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে শহিদ মাতঙ্গিনী ব্লকের একাংশ। বিরোধীদের অভিযোগ, এখানকার বল্লুক-১ গ্রাম পঞ্চায়েতের জানুবসানে ৯৩ ও ৯৫ নম্বর বুথে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। কিন্তু দুপুরের পর‌ই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের নেতারা বহিরাগত দুষ্কৃতীদের এনে ওই দুটি বুথ কব্জা করে বলে বিরোধীদের দাবি। শুরু হয় দেদার ছাপ্পা মারা। বিজেপি, আরএসপি, এসউইসিআই নেতাকর্মীরা মিলে ছাপ্পা আটকানোর চেষ্টা করেন। কিন্তু সেই সময় তাদের মারধর করে ভোটকেন্দ্র থেকে দুষ্কৃতীরা বার করে দেয় বলে বিরোধীদের দাবি। এমনকি অনেকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
এরপরই জেলা পরিষদের প্রার্থী বামদেব গুছাইতের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি, আরএসপি, এসইউসিআই নেতাকর্মীরা। বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগে তিন বিরোধী দল একযোগে প্রতিবাদ জানাতে থাকে। তাদের দাবি, ওই দুটি বুথে পুনর্নির্বাচন করাতে হবে। পাশাপাশি যতক্ষণ না তমলুক থানার আইসি ও শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে পুনর্নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে বলে তাঁরা জানান। খবর পেয়ে পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে। সেই সময় উত্তেজিত বিরোধীদলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয় পুলিশ।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ছাপ্পা ঠেকাতে না পেরে বিজেপির নেতৃত্বে পথ অবরোধ RSP, SUC-এর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement