Panchayat Election 2023: বহিরাগতদের রুখে তাদের বাইক পুড়িয়ে দিল গ্রামের মানুষ

Last Updated:

পান্ডুয়ায় বুথ দখল করতে আসা গ্রামবাসীদের রুখে দিয়ে তাদের বাইক পোড়াল গ্রামের মানুষ

হুগলি: পান্ডুয়ায় বুথের বাইরে পুড়ল বাইক। বহিরাগতরা বাইকে করে এসে বুথ দখলের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ করেন গ্রামবাসীরা। আর তাতেই ছড়ায় প্রবল উত্তেজনা। এই ঘটনায় আহত হন বিরোধীদলের এক নেতা।
পান্ডুয়ার গোয়ারায় খিতীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে ৯৩ ও ৯৪ নম্বর বুথ হয়েছিল। বেলার দিকে এই দুই বুথ দখল করতে আসে বাইক বাহিনী। তারা প্রায় কুড়িটি বাইকে চড়ে এখানে এসে হানা দেয়। সেই সময় পাল্টা প্রতিরোধ গড়ে তোলে গ্রামের মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীরা বুথ দখল করে ছাপ্পা ভোট মারার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা তাদের ধাওয়া করলে তারা দুটি বাইক ফেলে পালিয়ে যায়।
advertisement
advertisement
এরপর গ্রামবাসীরা বাইক দুটিতে আগুন ধরিয়ে দেয়। যা নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে হুগলির ব্যান্ডেল পঞ্চায়েতের একাধিক বুথে বহিরাগতদের জমায়েত হয়েছে বলে খবর। অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশের বিশাল দল এলাকায় পৌঁছয়। লাঠি চালিয়ে বহিরাগতদের এলাকা ছাড়া করা হয়। কয়েকজনকে আটক করেছে পুলিশ।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Panchayat Election 2023: বহিরাগতদের রুখে তাদের বাইক পুড়িয়ে দিল গ্রামের মানুষ
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement