Bankura News: ইউপিএসসিতে ৩৬ র্যাঙ্ক করে তাক লাগাল বাঁকুড়ার মেয়ে!

Last Updated:

UPSC Topper: ইউ পি এস সি-তে সফল বাঁকুড়ার মেয়ে। বাঁকুড়া জেলা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ভূতেস্বর গ্রাম থেকে ইউপিএসসিতে সফলতা পেল অর্পিতা সিংহ।

+
title=

বাঁকুড়া: এবার ইউ পি এস সি-তে সফল বাঁকুড়ার মেয়ে। বাঁকুড়া জেলা থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ভূতেস্বর গ্রাম থেকে ইউপিএসসিতে সফলতা পেল অর্পিতা সিংহ। ইউ পি এস সি জিও সাইন্স ২০২২ সালে পরীক্ষাতে অল ইন্ডিয়ায় ৩৬ র্যাঙ্ক করে তাক লাগিয়েছে বাঁকুড়ার মেয়ে অর্পিতা সিংহ।
চাপাতরা সরস্বতী শিশু মন্দিরে প্রাথমিক শিক্ষালাভের পর বাকি সেন্দ্রা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন অর্পিতা সিংহ তারপর বাঁকুড়া মিশন গার্লস থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ছোট থেকেই মেধাবী অর্পিতার ইউপিএসসির জার্নিটা ছিল চ্যালেঞ্জে পরিপূর্ণ।উচ্চমাধ্যমিক পরীক্ষার ৬ মাস আগে চিরনিদ্রায় যান অর্পিতা সিংহের মা বন্দনা সিংহ। তারপরেও থেমে না থেকে বড় দিদি এবং বাবাকে পাশে নিয়ে এগিয়ে চলে অর্পিতা। স্বনির্ভরতার সঙ্গে এগিয়ে যাওয়াই অর্পিতার মূল মন্ত্র। হার মানতে শেখেনি অর্পিতা ২০২০ এবং ২০২১ সালের ইউ পি এস সির পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারাটা যেন আরও তীব্র করে তোলে তার সাফল্যের খিদেকে।
advertisement
advertisement
২০২২ সালে ইউপিএসসি জিও সাইন্সে গোটা ভারতবর্ষে ৩৬ র্যাঙ্ক করে গোটা বাঁকুড়াবাসী তথা পশ্চিমবঙ্গ কে গর্বিত করেছে ভূতেশ্বর গ্রামের মেয়ে অর্পিতা সিংহ। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিংই নয় যে কোন অফ্ভিট সাবজেক্ট নিয়েও সফলতা পাওয়া যায় এমনটাই বলছেন অর্পিতা সিংহ। নিজের পছন্দের বিষয় নিয়ে স্বাধীনতার সাথে এগিয়ে গিয়েই এসে সফলতা এমনটাই জানিয়েছে অর্পিতা সিংহ। বাঁকুড়া জেলার ভুতেরশ্বর গ্রামে বাড়িতে অর্পিতার পড়ার টেবিলে দেখা গেছে তারই নিজের হাতে আঁকা আইরন ম্যানের একটি স্কেচ। জনপ্রিয় এই কাল্পনিক চরিত্র ঠিক যে ভাবে নিজের বুদ্ধিমত্তার সাথে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বনির্ভরতায় কোন অতিমাণবীয় শক্তি ছাড়াই যেভাবে সুপার হিরো হিসেবে নিজেকে স্থাপন করেছে তা অনুপ্রাণিত করেছে অর্পিতা সিংহকে।
advertisement
গ্রামের মেয়ে অর্পিতা সাফল্যের আকাশ ছুঁয়েও পা এখনও ভূতেশ্বরের মাটিতেই। গ্রাম থেকে এসেও কী ভাবে গোটা ভারতবর্ষকে কাঁপানো যায় তা করে দেখাল অর্পিতা সিংহ। এই সফলতা অনুপ্রাণিত করবে বাঁকুড়ার রাঙ্গামাটি থেকে উঠে আসা গ্রাম বাংলার শত শত ছেলেমেয়েদের তথা গোটা পশ্চিমবঙ্গকে।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: ইউপিএসসিতে ৩৬ র্যাঙ্ক করে তাক লাগাল বাঁকুড়ার মেয়ে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement