SSC || Group D Recruitment Scam: হাজার হাজার চাকরি বাতিল! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই 'বড়' পদক্ষেপ এসএসসি-র

Last Updated:

SSC || Group D Recruitment Scam: শুক্রবার হাইকোর্টে গ্রূপ ডি মামলায় বিচারপতির এই নির্দেশের সঙ্গে সঙ্গেই ভুয়ো কর্মীদের চাকরি বাতিলের নির্দেশিকা জারি করে দেয় এসএসসি।

পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন
পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন
কলকাতা: শিক্ষক নিয়োগ মামলায় নজিরবিহীন নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একসঙ্গে ১৯১১ জনের চাকরি বাতিল করে যোগ্যদের নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশিকা জারি করল এসএসসি।
শুক্রবার হাইকোর্টে গ্রূপ ডি মামলায় বিচারপতির এই নির্দেশের সঙ্গে সঙ্গেই ভুয়ো কর্মীদের চাকরি বাতিলের নির্দেশিকা জারি করে দেয় এসএসসি। এ দিন এসএসসি-র পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, এসএসসি গ্রুপ ডি-তে মোট ২৮২৩ জনের নম্বর বাড়িয়ে চাকরির সুপারিশ করা হয়েছিল৷ তার মধ্যে ১৯১১ জন এখনও চাকরি করছেন৷ সেই ১৯১১ জনেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তারই পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন
advertisement
advertisement
এই মামলায় এদিন কমিশনকে কড়া নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতির কড়া নির্দেশ, এই ১৯১১ জন আজ থেকেই তাঁদের কর্মস্থল অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলগুলিতে ঢুকতে পারবেন নাস স্কুলের কোনও কিছু স্পর্শও করতে পারবেন না৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ পাশাপাশি যে বেতনের টাকা তাঁরা এতদিন পেয়েছেন, সেই টাকাও কিস্তিতে মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ এই ১৯১১ জন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না৷ আদালতের অনুমতি ছাড়া এই অভিযুক্তদের কারও ক্ষেত্রে কোনও চাকরির পুলিশ ভেরিফিকেশন হবে না বলেও হাইকোর্টের নির্দেশ।
advertisement
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ কার নির্দেশে সুবীরেশ ভট্টাচার্য এই দুর্নীতিতে জড়িয়েছেন, সেই নাম জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ বিচারপতি বলেন, যদি তিনি নাম না জানান, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে সুবীরেশ ভট্টাচার্য একাই সব দুর্নীতি করেছেন৷ সেক্ষেত্রে সুবিরেশ ভট্টাচার্যের ডক্টরেট, মাস্টার ডিগ্রি সব হাইকোর্ট অস্তিত্বহীন করে দেবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বাংলা খবর/ খবর/চাকরি/
SSC || Group D Recruitment Scam: হাজার হাজার চাকরি বাতিল! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই 'বড়' পদক্ষেপ এসএসসি-র
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement