আগরতলা: গত সপ্তাহে তৃণমূলের পরে আজ বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র ভবনে ত্রিপুরা বিধানসভা ভোটের ইস্তাহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। ইস্তেহার প্ৰকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গেরুয়া শিবিরের ইস্তেহারেও রয়েছে একাধিক বড় চমক। বর্তমান প্রজন্ম ও মহিলা ভোটব্যাঙ্ক লক্ষ্য করেই ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু বড় প্রতিশ্রুতি দেখা গেল ইস্তেহারে।
কলেজ ছাত্রদের স্মার্ট ফোন, ছাত্রীদের স্কুটি, ভূমিহীন নাগরিকদের পাট্টা থেকে মা ক্যান্টিনের ধাঁচে, 'অনুকূল চন্দ্র ক্যান্টিন' থেকে ৫ টাকায় দিনে তিনবার করে খাবার দেওয়ার বন্দোবস্ত সবই রয়েছে ইস্তেহারে। জনজাতি-উপজাতি ভোট পেতে বিজেপির ইস্তাহারে এবার 'বাংলা মডেল'। প্রধান প্রতিশ্রুতি: ত্রিপুরা সংকল্প পত্র ২০২৩। এছাড়াও যে প্রতিশ্রুতিগুলি জ্বলজ্বল করছে ইস্তেহারে। যে যে প্রতিশ্রুতি উল্লেখযোগ্য সেগুলি হল:
১) বালিকা সমৃদ্ধি স্কিম - কন্যা সন্তানের জন্মের জন্য আর্থিকভাবে দুর্বল অংশ থেকে প্রতিটি পরিবারকে ₹৫০,০০০ এর একটি বন্ড।
১) বালিকা সমৃদ্ধি স্কিম - কন্যা সন্তানের জন্মের জন্য আর্থিকভাবে দুর্বল অংশ থেকে প্রতিটি পরিবারকে ₹৫০,০০০ এর একটি বন্ড।
২)মেধাবী কলেজগামী মহিলা ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদানের জন্য মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা।
৩) পিএম উজ্জ্বলা যোজনার সমস্ত সুবিধাভোগীদের ২টি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার।
৪) সকল যোগ্য ভূমিহীন নাগরিকদের জমি পাট্টা বিতরণ করবো।
৫)২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহরের সমস্ত নথিভূক্ত সুবিধাভোগীদের জন্য সুলভ মূল্যের আবাসন তৈরি করব।
৬) অনুকূলচন্দ্র ক্যান্টিন চালু করব যেখানে ₹৫ টাকা প্রতি প্লেট দরে দিনে তিনবার ভর্তুকিযুক্ত রান্না করা খাবার পাওয়া যাবে।
৭) পিডিএস সুবিধাভোগীদের জন্য প্রতি মাসে বিনামূল্যে চাল ও গম এবং বছরে চারবার ভর্তুকি দরে ভোজ্য তেল সরবরাহ করবো।
8) প্রস্তাবিত ১২৫-তম সংবিধান সংশোধনী বিলের এক্তিয়ারের মধ্যে TTAADC-কে বৃহত্তর স্বায়ত্তশাসন এবং অতিরিক্ত আইনি, নির্বাহী, প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা প্রদানের লক্ষ্যে পুনর্গঠন।
৯) ত্রিপুরা জনজাতি বিকাশ যোজনা - তফসিলি উপজাতি পরিবারকে ₹৫,০০০ বার্ষিক আর্থিক সহায়তা।
১০) উপজাতীয় সংস্কৃতি ও অধ্যয়নের গবেষণা, প্রচার ও সংরক্ষণের জন্য গন্ডাছড়ায় মহারাজা বীর বিক্রম মাণিক্য উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো।
১১) প্রধান সমাজপতিদের সম্মানী ভাতা প্রতি মাসে ₹২,০০০ থেকে বাড়িয়ে ₹৫,০০০ করব।
আরও পড়ুন: রেল যাত্রীদের জন্য 'সুখবর'! রাজ্যে আরও বেশি গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস
১২) পিএম কিষাণ যোজনার আওতায় প্রতি বছর ₹৬,০০০ থেকে ₹৮,০০০ আর্থিক সহায়তা বৃদ্ধি এবং ভূমিহীন কিষাণ বিকাশ যোজনার আওতায় সমস্ত ভূমিহীন কৃষকদের প্রতি বছর ₹৩,০০০ আর্থিক সহায়তা।মৎস্য সহায়ক যোজনা - সমস্ত জেলেকে ₹৬,০০০ বার্ষিক আর্থিক সহায়তা।
১৩) ২০২৪ সালের মধ্যে জল জীবন মিশনের অধীনে সমস্ত পরিবারে নল বাহিত জলের পরিষেবা সরবরাহ করবো।
১৪) আয়ুষ্মান ভারতের অধীনে প্রতি-পরিবারের বার্ষিক ক্যাপ ₹৫ লক্ষ থেকে দ্বিগুন করে ₹১০ লক্ষ।
১৫) ১০০% ক্রেডিট গ্যারান্টি কভার সহ MSME এবং উদ্যোক্তাদের ₹১০ লক্ষ পর্যন্ত জামানত-মুক্ত ঋণ প্রদান করতে ₹৫০০ কোটি বিনিয়োগ।
16. মুখ্যমন্ত্রী যুব যোগযোগ যোজনার অধীনে প্রায় ৫০,০০০ মেধাবী কলেজগামী ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন প্রদান।
17. আগামী পাঁচ বছরে রাজ্যে সড়ক পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে ₹১,০০০ কোটির বিনিয়োগ সহ ত্রিপুরা সড়ক রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রোগ্রাম চালু।
18. ₹১,০০০ কোটি বিনিয়োগ করে ত্রিপুরার পর্যটন অর্থনীতিকে প্রসারিত।
19. গ্রামীণ পরিকাঠামো আরও উন্নত করতে ত্রিপুরা উন্নত গ্রাম তহবিলে ₹৬০০ কোটি বিনিয়োগ।
20. আবেদন জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে জাত শংসাপত্র প্রদান করে জাত শংসাপত্রের শেষ মাইল বিতরণ নিশ্চিত।
21. প্রবীণ নাগরিকদের জন্য একটি তীর্থ যোজনা চালু করুন এবং অযোধ্যা, বারাণসী, উজ্জয়ন ইত্যাদিতে ভর্তুকিযুক্ত ট্রেনের ভ্রমণ, থাকার ব্যবস্থা এবং ভাতা প্রদান।
22. ঝাড়খণ্ডের দেওগড় এবং উত্তর প্রদেশের গোরখনাথে ভর্তুকিযুক্ত ট্রেন ভ্রমণ, থাকার ব্যবস্থা এবং ভাতা সহ একটি বিশেষ প্যাকেজ চালু।
23. রাজ্যের লোকনৃত্য, সঙ্গীত এবং থিয়েটারকে জনপ্রিয় করতে এস. ডি বর্মণ পারফর্মিং আর্টস একাডেমী প্রতিষ্ঠা।24. ₹১,০০০ কোটি বিনিয়োগ করে ত্রিপুরার পর্যটন অর্থনীতিকে প্রসারিত করবো এবং ১ লক্ষ লোককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রদানের জন্য ত্রিপুরা ট্যুরিজম স্কিল মিশন চালু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।