Bankura News: রেলস্টেশন প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন এই সুবিধা! স্বস্তির নিশ্বাস যাত্রীদের

Last Updated:

Bankura News: বাঁকুড়ার স্থানীয় জনৈক পিঙ্কেশ ঠাক্কার গত ২০১৮ সাল থেকে আবেদন করেছিলেন র‍্যাম্পের জন্য। কারণ বাঁকুড়া জেলা থেকে চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যাতায়াত করেন অনেক মানুষ।

+
বাঁকুড়া

বাঁকুড়া

বাঁকুড়া: অনেকদিনের চাহিদা পূরণ হতে চলেছে এবার বাঁকুড়া জংশনে। অবশেষে তিন তিনটে লিফট বসতে চলেছে স্টেশনে। বাঁকুড়া জংশনে দিয়ে প্রতিদিন যাতায়াত হাজার হাজার মানুষের। কেউ যাচ্ছেন কাজে, কেউ যাচ্ছেন ডাক্তার দেখাতে আবার কেউ যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে দেখা করতে। রবি থেকে শনি সবসময় ভরপুর থাকে এই বাঁকুড়া স্টেশন। বহু দিন ধরেই বাঁকুড়ার মানুষের দাবি ছিল লিফটের। অবশেষে তৈরি হচ্ছে সেই লিফট।
বাঁকুড়া জংশনের তরফে জানানো হয়েছে, দু'টি লিফটের কাজ মোটামুটি শেষ এবং একটি লিফট আপাতত নির্মীয়মাণ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দুলাল কুন্ডু জানান, রোগীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত সুবিধাজনক।
advertisement
advertisement
বাঁকুড়ার স্থানীয় জনৈক পিঙ্কেশ ঠাক্কার গত ২০১৮ সাল থেকে আবেদন করেছিলেন র‍্যাম্পের জন্য। কারণ বাঁকুড়া জেলা থেকে চিকিৎসা করাতে দক্ষিণ ভারতে যাতায়াত করেন অনেক মানুষ। স্ট্রেচার এবং হুইল চেয়ার সমেত সিঁড়ি দিয়ে ওঠানামা করাতে অত্যন্ত কষ্ট করতে হত। তৎকালীন ডিআরএম এবং সাংসদ মুনমুন সেনকে ৭৬০ জনের স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা দেন তিনি। প্রশাসনিক তরফে উল্লেখযোগ্য সাড়া না পাওয়ায় আবারও রিমাইন্ডার জমা করেন ২০২১ সালে।
advertisement
দীর্ঘ চার বছর পর বাঁকুড়া জংশনে লিফটের কাজ কিছুটা স্বস্তি এনে দেবে বাঁকুড়ার মানুষকে। ঠিকঠাকভাবে নিয়মিত পর্যবেক্ষণের অধীনে লিফট চলাচল করলেই উপকৃত হবে সাধারণ মানুষ, চিকিৎসা করতে যাওয়া রোগীরা।
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: রেলস্টেশন প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন এই সুবিধা! স্বস্তির নিশ্বাস যাত্রীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement