Bankura News: জল দিয়ে চলবে বাইক, হ্যান্ডেলের বদলে নিয়ন্ত্রণ হবে জয়স্টিক দিয়ে! স্বপ্নের প্রকল্প নিয়ে ময়দানে সেই শুভেন্দু

Last Updated:

বিজ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করবেন জল দিয়ে চালানো যায় এমন বাইক! সমুদ্রের নোনা জলে ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে তাকে হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে ফেলবেন। আর তাতেই চলবে এই বাইক।

+
title=

বাঁকুড়া: ২০১৮ সালে দরকারে বাইক কিনতে একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থার শোরুমে গিয়েছিলেন শুভেন্দু কুচল্যান। কিন্তু সেখানে গাড়ির বিশাল দাম দেখে না কিনেই ফিরে আসতে হয়েছিল কেঞ্জাকুরার শুভেন্দুকে। তবে হাল ছেড়ে দেননি এরপর বাড়িতেই নিজের চেষ্টায় তৈরি করেন সাইকেল বাইক। তার এই আবিষ্কার সবাইকে তাক লাগিয়ে দেয়। কারণ পেট্রল, ডিজেলের পাশাপাশি কেরোসিন তেলেও চলে এই নতুন ধরনের বাইক। এই বাইক তৈরি করে রাজ্য স্তরে পুরস্কার‌ও পান শুভেন্দু। সেই তিনিই আবার নতুন চমক দিতে চলেছেন। জল এবং জয়স্টিক দিয়ে চালানো যায় এবার এমন বাইক তৈরি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন!
২০১৮ সালে কেরোসিন চালিত বাইক তৈরি করে সাড়া ফেলে দিলেও প্রচারের অভাবে কোন‌ও বিনিয়োগকারী পাননি শুভেন্দু কুচল্যান। এরপর সময় নিয়মে নিজের সংসার চালাতে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু প্রতিভা তো আর চাপা থাকে না। তাই নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন, এবার বিজ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করবেন জল দিয়ে চালানো যায় এমন বাইক! সমুদ্রের নোনা জলে ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে তাকে হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে ফেলবেন। আর তাতেই চলবে এই বাইক। সেই সঙ্গে আরেকটি চমকপ্রদক ব্যাপার ঘটাতে চাইছেন শুভেন্দু। তাঁর লক্ষ্য, জল দিয়ে চলা বাইকে কোন‌ও হ্যান্ডেল থাকবে না। সেটি চলবে জয়স্টিকের মাধ্যমে!
advertisement
advertisement
শুভেন্দু শেষ পর্যন্ত সফল হবেন কিনা তা সময় বলবে। তবে মনের জোরকে সম্বল করে ইতিমধ্যেই কাজে লেগে পড়েছেন দরিদ্র পরিবারের এই সন্তান। পাঁচ বছর আগে তাঁর নিজেরই বানানো বাইকটি নিয়ে ইতিমধ্যেই নানা রকম এক্সপেরিমেন্ট শুরু করেছেন। শুভেন্দু যদি শেষ পর্যন্ত সফল হন তবে তা শুধু এই দেশ নয়, আন্তর্জাতিক স্তরে সাড়া ফেলে দেবে। কে বলতে পারে তাঁর হাত ধরেই আরও একবার বাঁকুড়ার নাম উজ্জ্বল হবে বিশ্বের দরবারে!
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: জল দিয়ে চলবে বাইক, হ্যান্ডেলের বদলে নিয়ন্ত্রণ হবে জয়স্টিক দিয়ে! স্বপ্নের প্রকল্প নিয়ে ময়দানে সেই শুভেন্দু
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement