Bankura News|| প্লাস্টিক বন্দি সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

হলুদ প্লাস্টিকের মোড়া কি একটা পড়ে রয়েছে!  সেটাকে ঘিরেই লোকজনের ভিড় জমলো। ঘটনাস্থলে পুলিশ।

+
প্লাস্টিক

প্লাস্টিক বন্দি সদ্যজাতের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ওন্দ এলাকায়

বাঁকুড়াঃ পলিথিন মোড়া সদ্যোজাতের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। হলুদ রংয়ের পলিথিন মোড়া সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার ঘিরে ছড়াল বাঁকুড়ার ওন্দা এলাকায়। রবিবার সকালে বাঁকুড়ার ওন্দার সাপুকুর শ্মশান সংলগ্ন এলাকায় এলাকাবাসীর নজরে আসে পলিথিন মোড়া এক সদ্যোজাতের মৃতদেহ। ওন্দা থানার পুলিশ খবর পেয়ে সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে মৃতদেহ পাঠানো হয় বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
রবিবার সকালে ওন্দা থানার সাপুকুর শ্মশানকালি মন্দিরের পিছনে একটি পলিথিনের প্যাকেট পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। সেই প্যাকেটের ছেঁড়া অংশে বেরিয়ে আশে এক সদ্যোজাতের মৃতদেহ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় জমে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ওন্দা পুলিশ। উদ্ধার করে নিয়ে যায় সদ্যোজাতের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে।
advertisement
আরও পড়ুনঃ নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়েছিল, কাঁথিতে ধর্ষণের অভিযোগে ধৃত ৩
কীভাবে এই মৃতদেহ এল এখানে তা নিয়ে নানান সন্দেহ তৈরি হয়েছে। সামনেই রয়েছে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখান থেকে কি এই সদ্যোজাতের মৃতদেহ ফেলা হয়েছে এখানে। না অন্য কোথা থেকে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে সদ্যোজাতের মৃতদেহ এই প্রশ্নও উঠছে। তবে কে বা কারা এই মৃতদেহ ফেলেছে তা জানা যায়নি। মোড়া থাকা পলিথিন কোনও হাসপাতালের হয়ে থাকতে পারে বলেই মনে করছে এলাকাবাসী। ঘটনা তদন্ত নেমেছে ওন্দা থানার পুলিশ।
advertisement
advertisement
Priyabrata Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News|| প্লাস্টিক বন্দি সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement