East Medinipur News|| নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়েছিল, কাঁথিতে ধর্ষণের অভিযোগে ধৃত ৩

Last Updated:

কাঁথি শহর থেকে এক নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ও তার দুই বন্ধুকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।

কাঁথিতে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও দুই বন্ধুর বিরুদ্ধে।
কাঁথিতে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও দুই বন্ধুর বিরুদ্ধে।
কাঁথি: কাঁথি থেকে এক নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবক ও দুই বন্ধুর বিরুদ্ধে। ধর্ষিতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে দ্রুততার সঙ্গে অভিযুক্ত ও তার দুই বন্ধুকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খোদ কাঁথি শহরে ক্যানেলপাড় এলাকায়। ধৃতরা হল কাঁথির থানার আঠিলাগড়ি এলাকায় শম্ভু পাইকার, দুই বন্ধু সমুদ্রপুর গ্রামের রাহুল বর ও আঠিলাগড়ি এলাকার বাসুদেব রানা।
শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, শুক্রবার ভর সন্ধ্যায় কাঁথি শহরের এক নাবালিকাকে জোরপূর্বক সাইকেলে করে তুলে নিয়ে যায় তিন যুবক বলে অভিযোগ।
আরও পড়ুনঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে বাইসনের শিকার মহিলা, কালচিনিতে শোরগোল!
এরপর কাঁথি শহরে ক্যানেলপাড় জঙ্গল সংলগ্ন এলাকায় ওই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শম্ভু পাইকার বলে অভিযোগ। পুরো সহযোগিতা করে ও ধর্ষণের ভিডিওগ্রাফি করে রাখে দুই বন্ধু বলে অভিযোগ। এরপর নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে মাকে সব কথা জানায়। এরপর নাবালিকার মা রাতেই কাঁথি থানায় এসে হাজির হয়। রাতেই কাঁথি থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
পঙ্কজ দাশরথী
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
East Medinipur News|| নাবালিকাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে গিয়েছিল, কাঁথিতে ধর্ষণের অভিযোগে ধৃত ৩
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement